প্রথম প্রেম? জেনে নিন গুরুত্বপূর্ণ কিছু বিষয়
পারস্পরিক বোঝাপড়া
সম্পর্কের অদৃশ্য বন্ধন হলো পারস্পরিক বোঝাপড়া। এই বোঝাপড়াই একটি সম্পর্ককে করে শক্ত ভিতের ওপর দাঁড় করায়। ভুল বোঝাবুঝি যত কম হবে, সম্পর্ক ততটাই মজবুত হবে। তাই সম্পর্ক টিকিয়ে রাখতে এবং গভীর করতে প্রয়োজন খোলামেলা কথা বলা।কোনো কিছু মনে জমিয়ে না রেখে মন খুলে বলুন। অভিমানের পাহাড় গড়ার চেয়ে সমস্যার কথা সরাসরি জানানোই ভালো। কথোপকথন যত বাড়বে, ভুল বোঝাবুঝির সুযোগ ততই কমবে। সঠিক সময়ে সৎভাবে মনের কথা প্রকাশ করলেই সম্পর্ক হয়ে উঠবে আরও গভীর ও বিশ্বাসযোগ্য।
মন খুলে কথা বলুন
একেকজনের অপছন্দগুলো মনের গভীরে চাপিয়ে রাখা ঠিক নয়। নিজের সঙ্গীকে সরাসরি জানানো জরুরি। দোষ-গুণ মেলানোই তো সম্পর্কের স্বাভাবিক অংশ। কারো সব আচরণই অপরজনের পছন্দ হওয়ার কথা নয়। তাই যে বিষয়গুলো আপনার ভালো লাগে না, তা নিয়ে খোলামেলা আলোচনা করুন। শুধুমাত্র মানিয়ে নেওয়ার চেষ্টা করলে সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে, তাই একে-অপরের সীমাবদ্ধতাকে সম্মান করাটাই ভালো।
আরও পড়ুন জাপানি চায়ে বিশ্ব কেন মাতোয়ারা?
ঢাকাভয়েস/এই
No comments