গাজার ধ্বংসস্তূপ থেকে বের হচ্ছে একের পর এক লাশ
গাজা উপত্যকায় সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির কার্যকর হওয়ার পর ধ্বংসস্তূপের নিচ থেকে লাশ উদ্ধার শুরু হয়েছে।ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানায়, শুক্রবার (১০ অক্টোবর) গাজার বিভিন্ন হাসপাতালে ১৫৫ লাশ আনা হয়। তার মধ্যে ১৩৫ লাশ ধ্বংসস্তূপ থেকে বের করা হয়েছে।ওয়াফার তথ্য অনুযায়ী, ৪৩ লাশ পাঠানো হয়েছে গাজা সিটির আল-শিফা হাসপাতালে। ৬০ লাশ একই অঞ্চলের আল-আহলি আরব হাসপাতালে, ৪ নুসেইরাতের আল-আওদা হাসপাতালে, ১৬ দেইর-এল-বালা’র আল-আকসা শহীদ হাসপাতালে এবং ৩২ লাশ খান ইউনিসের নাসের হাসপাতালে পাঠানো হয়।হাসপাতাল সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, দখলদারদের হামলায় নতুন করে ১৯ জন নিহত হয়েছেন। আরেকজন আহত অবস্থায় প্রাণ হারান।এরমধ্যে গাজা সিটির দক্ষিণাঞ্চলে শুক্রবার ভোরে ঘাবুন পরিবারের ওপর চালানো হামলায় একসঙ্গে ১৬ জন নিহত হন। এছাড়া গাজা সিটির রাদওয়ান এলাকায় একজন এবং খান ইউনিসে আরও দুজন নিহত হন।উল্লেখ্য,শুক্রবার দুপুর থেকে গাজায় আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি শুরু হয়। আগামী ৭২ ঘণ্টার মধ্যে হামাস ২০ জীবিত ও কিছু মৃত জিম্মির মরদেহ ফেরত দেবে বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন বিশ্ব অর্থনীতিকে এগিয়ে নিতে বাণিজ্যিক দ্বন্দ্ব মেটাতে হবে
No comments