বিশ্ব অর্থনীতিকে এগিয়ে নিতে বাণিজ্যিক দ্বন্দ্ব মেটাতে হবে
প্রথমত, বাণিজ্য উত্তেজনা নিরসন ও কাঠামোগত বৈষম্য দূর করে নিয়মভিত্তিক বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থা গড়ে তোলা।
দ্বিতীয়ত, আর্থিক স্থিতিশীলতা রক্ষায় সমন্বিত প্রচেষ্টা, বাস্তবসম্মত পুনর্গঠন পরিকল্পনা ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সহায়তা বৃদ্ধি।
তৃতীয়ত, উৎপাদনশীলতা ও প্রবৃদ্ধি টিকিয়ে রাখতে গঠনমূলক সংস্কার, উদ্ভাবনে উৎসাহ এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ।আইএমএফ আরও বলেছে, বৈশ্বিক ভারসাম্যহীনতা দূর করতে আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য। প্রতিটি দেশ যদি অভ্যন্তরীণ ও বাহ্যিক ভারসাম্য বজায় রাখে, তা বিশ্ব স্থিতিশীলতা ও জনগণের কল্যাণে ভূমিকা রাখবে। সংস্থাটি মনে করে, বর্তমান চ্যালেঞ্জ সত্ত্বেও ভবিষ্যৎ নির্ধারিত নয়। সঠিক নীতি প্রয়োগের মাধ্যমে দেশগুলো টেকসই উন্নয়নের পথ তৈরি করতে পারে।
আরও পড়ুন পাল্টা পদক্ষেপ নিল বেইজিং: মার্কিন জাহাজের ওপর বসছে বিশেষ বন্দর শুল্ক
ঢাকাভয়েস/এই
No comments