Adsterra

লোড হচ্ছে...

দুধ মাতাকে কি জাকাতের টাকা দেওয়া যায়?

দুধ মাতাকে কি জাকাতের টাকা দেওয়া যায়? ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News

আমার দূর সম্পর্কের একজন চাচি আছেন। যিনি ছোটবেলায় আমাকে দুধ পান করিয়েছিলেন। বর্তমানে তিনি বিধবা। আর্থিকভাবেও খুবই কষ্টে আছেন।তাই আমি তাকে যাকাতের টাকা দিয়ে সহায়তা করতে চাচ্ছি। হুজুরের কাছে জানতে চাই, দুধ-মাকে কি যাকাতের টাকা দেওয়া যায়? তাকে কি আমি আমার যাকাতের টাকা দিতে পারব?-আবু সুফিয়ান, নোয়াখালী।

উত্তর - দুধ-মাকে যাকাত দেওয়া জায়েয আছে। তাই আপনার ঐ দুধ-মা যাকাত গ্রহণের উপযুক্ত হলে আপনি তাকে নিজের যাকাতের টাকা দিতে পারবেন।

لأن الرضاع تأثيره في الحرمة خاصة، وفيما وراء ذلك كل واحد منهما من صاحبه كالأجنبي. (المبسوط للسرخسي :১৬/১২৫)

–কিতাবুল আছল ২/১২৪; আলমাবসূত, সারাখসী ৩/১১; আলহাবিল কুদসী ১/২৯৮; আলমুহীতুল বুরহানী ৩/২১২; মি‘রাজুদ দিরায়া ২/৭৬২; ফাতহুল কাদীর ২/২০৯; রদ্দুল মুহতার ২/৩৪৬ 

আরও পড়ুন ‘আপনারা শিল্পীদের এতো পাপী ভাববেন না’ 

No comments

Powered by Blogger.