Adsterra

লোড হচ্ছে...

খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা আজ


খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা আজ,ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে নাগরিক সমাজ আয়োজিত শোকসভা আজ শুক্রবার বেলা আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়। 

গতকাল বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে শোকসভার বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলন করা হয়।এতে শোকসভার সার্বিক প্রস্তুতি ও নিয়মাবলি তুলে ধরে অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মাহবুব উল্লাহ বলেন, ৩০ ডিসেম্বর খালেদা জিয়ার মৃত্যুর পর বিপুল সংখ্যক মানুষ তাঁর প্রতি শোক ও শ্রদ্ধা জানিয়েছেন। সে জন্য নাগরিক সমাজের পক্ষ থেকে এ আয়োজন। এটি একটি পবিত্র অনুষ্ঠান, গাম্ভীর্য রক্ষা করা অত্যন্ত জরুরি।

তিনি বলেন, শোকসভাটি রাজনৈতিক দলভিত্তিক নয়। কোনো রাজনৈতিক দলের নেতা মঞ্চে বক্তব্য দেবেন না। বিভিন্ন পেশার শীর্ষ ব্যক্তিত্ব, গবেষক, ধর্মীয় প্রতিনিধি, পাহাড়ি জনগোষ্ঠীর প্রতিনিধি, চিকিৎসক, শিক্ষক ও অন্য পেশাজীবীরা বক্তব্য দেবেন। তবে রাজনৈতিক দলগুলোকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। তারা দর্শক সারিতে থাকবেন।

মাহবুব উল্লাহ বলেন, দার্শনিকভাবে বলতে গেলে মানুষের প্রতিটি কাজই রাজনীতির সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত। সেই হিসেবে এই আয়োজন রাজনৈতিকও বটে, আবার অরাজনৈতিকও। কারণ বক্তব্য দেবেন কেবল পেশাজীবীরা, রাজনৈতিক দলভুক্ত কেউ নন।

তিনি আরও বলেন, আমরা আশা করছি, এ শোকসভা বাংলাদেশের ইতিহাসে একটি গাম্ভীর্যপূর্ণ ও মর্যাদাবান অনুষ্ঠান হিসেবে স্থান করে নেবে। খালেদা জিয়ার প্রতি জাতির শ্রদ্ধা যেন সম্মানজনক ও শৃঙ্খলাবদ্ধভাবে প্রতিফলিত হয়– এটাই আমাদের প্রত্যাশা।

শোকসভায় খালেদা জিয়ার পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছে এবং তারা উপস্থিত থাকবেন।আয়োজকরা জানিয়েছেন, এই অনুষ্ঠানে সেলফি তোলা যাবে না। হাততালি দেওয়া যাবে না। দাঁড়িয়ে থাকা যাবে না। আমন্ত্রণপত্র ছাড়া প্রবেশ করা যাবে না। তবে অতিথিদের মধ্যে কেউ আমন্ত্রণপত্র আনতে ভুলে গেলে তাঁর জন্য বিকল্প প্রবেশপত্র থাকবে। 

মাল্টিমিডিয়ার কর্মীরা আসতে পারবেন কিনা– এমন প্রশ্নে আয়োজকরা জানিয়েছেন, অফিস যাকে দায়িত্ব দেবে, সেই রিপোর্টার, ক্যামেরা পারসন বা মাল্টিমিডিয়া কর্মী প্রবেশ করতে পারবেন। তবে অবশ্যই আমন্ত্রণপত্র থাকতে হবে।

লাইভ কভারেজের বিষয়ে জানানো হয়, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাংবাদিকদের জন্য ওয়াইফাই, টাওয়ার ও অন্যান্য প্রযুক্তিগত সুবিধা রাখা হয়েছে। বিটিভি মূল লাইভ প্রচার করবে এবং অন্যান্য চ্যানেল চাইলে সেখান থেকে ফিড নিতে পারবে।

 আরো পড়ুন -  শুরু হচ্ছে বিপিএল, যেভাবে সূচি সমন্বয় হলো 

ঢাকাভয়েস/এই

No comments

Powered by Blogger.