Adsterra

লোড হচ্ছে...

শুরু হচ্ছে বিপিএল, যেভাবে সূচি সমন্বয় হলো


শুরু হচ্ছে বিপিএল, যেভাবে সূচি সমন্বয় হলো, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News

বিপিএলের ঢাকা পর্বের প্রথমদিন বয়কটের পর মাঠে ফিরছেন ক্রিকেটাররা। ক্রিকেটাররা আন্দোলন প্রত্যাহার করায় শুক্রবার মাঠে গড়াবে বৃহস্পতিবারের ম্যাচ। এতে এলিমিনেটর পর্যন্ত একদিন করে সরে গেছে ম্যাচ। 

বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, ১৫ জানুয়ারি যে ম্যাচ দুটি হওয়ার কথা ছিল তা আজ (শুক্রবার) মাঠে গড়াবে। অর্থাৎ চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস দিনের প্রথম ম্যাচে মাঠে নামবে। শুক্রবার হওয়ায় প্রথম ম্যাচটি দুপুর ২টায় শুরু হবে। 

দ্বিতীয় ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্স মাঠে নামবে। সন্ধ্যা ৭টায় ওই ম্যাচ শুরু হবে। একইভাবে ১৬ ও ১৭ জানুয়ারির ম্যাচ একদিন করে সরে গেছে। ম্যাচ দুটি যথাক্রমে ১৭ ও ১৮ জানুয়ারি হবে। বিপিএলের প্রথম এলিমিনেটর হওয়ার কথা ছিল ১৯ জানুয়ারি। যা ২০ জানুয়ারি মাঠে গড়াবে। 

বিসিবি পৃথক এক বার্তায় জানিয়েছে, ১৬ জানুয়ারির জন্য যারা টিকিট কেটেছিলেন তা বৈধ থাকবে। ওই টিকিট দিয়ে দর্শকরা চট্টগ্রাম-নোয়াখালী এবং রাজশাহী-সিলেটের ম্যাচ দেখতে পারবেন। তবে ১৫ জানুয়ারির জন্য যারা টিকিট কেটে খেলা দেখতে পারেননি, তাদের অর্থ ফেরত দেওয়া হবে। 


আরো পড়ুন - ঘন ঘন আঙুল মটকালে নরম টিস্যু দুর্বল হতে পারে  

ঢাকাভয়েস/এই

No comments

Powered by Blogger.