Adsterra

লোড হচ্ছে...

মাইক্রোওয়েভ ওভেনের দুর্গন্ধ দূর করার ঘরোয়া উপায়


মাইক্রোওয়েভ ওভেনের দুর্গন্ধ দূর করার ঘরোয়া উপায়,ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News

ঝটপট খাবার গরম কিংবা রান্না করতে অনেকেই বাড়িতে মাইক্রোওয়েভ ওভেন ব্যবহার করেন। নিয়মিত ব্যবহার করলে তার ভেতরে ধীরে ধীরে দুর্গন্ধ জমে যায়। কখনও পোড়া খাবারের, আবার কখনও তেল-মসলার-সব মিলিয়ে ওভেন খুললেই নাকে আসে অস্বস্তিকর গন্ধ। অনেকেই এই সমস্যা সমাধানের জন্য বাজারচলতি বিভিন্ন ধরনের ক্লিনার ব্যবহার করেন। কিন্তু বিশেষজ্ঞদের মতে, এইসব ক্লিনারে থাকা ক্ষতিকর রাসায়নিক স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয়। সেক্ষেত্রে ঘরোয়া উপাদানেই রয়েছে এই সমস্যার সমাধান। শুধু একটি লেবু দিয়েই সহজে, নিরাপদে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। নিয়মিত এই পদ্ধতি ব্যবহার করলে ওভেন পরিষ্কার থাকবে। 

লেবুতে থাকা প্রাকৃতিক সাইট্রিক অ্যাসিড ও তাজা গন্ধ ওভেনের দুর্গন্ধ দূর করতে খুবই কার্যকর। কীভাবে লেবু দিয়ে ওভেনের দুর্গন্ধ দূর করবেন, জেনে নিন-

লেবু ও গরম পানির স্টিম : প্রথমে একটি টাটকা লেবু দু'টুকরো করে কেটে নিন। একটি ওভেন-প্রুফ বাটিতে আধ থেকে এক কাপ পানি নিন এবং তার মধ্যে লেবুর টুকরোগুলো দিন। এবার ওই বাটিটি ওভেনের ভেতরে রাখুন। কম তাপে ওভেন চালু করে প্রায় ২০–৩০ মিনিট গরম করুন। এই সময় লেবু ও পানির বাষ্প ওভেনের ভেতরে ছড়িয়ে পড়বে। এতে জমে থাকা বাজে গন্ধ দূর হবে এবং লেবুর সতেজ গন্ধ ছড়িয়ে পড়বে। ওভেন ঠান্ডা হলে একটি পরিষ্কার কাপড় দিয়ে ভেতরের অংশ মুছে নিন। দেখবেন ,আগের সেই গন্ধ অনেকটাই কমে গিয়েছে। 

রাতভর লেবু রেখে দেওয়া: লেবু কেটে একটি প্লেটে রেখে রাতভর ওভেনের ভেতরে রেখে দিন। ৮–১০ ঘণ্টার মধ্যে লেবু তার প্রাকৃতিক গন্ধ দিয়ে বাজে গন্ধ শুষে নেবে। সকালে ওভেন খুললেই দেখবেন দুর্গন্ধ কমে গেছে। 

দরকারি কিছু টিপস

সব সময় টাটকা লেবু ব্যবহার করুন। 

ওভেন পরিষ্কার করার আগে বড় খাবারের টুকরো বা ময়লা তুলে ফেললে ফল ভাল হয়।

খুব বেশি তেল বা শক্ত দাগ থাকলে লেবুর সঙ্গে বেকিং সোডা ব্যবহার করুন। তাহলে আরও ভালো পরিষ্কার হবে।

আরও পড়ুন  খাওয়ার পর ১০ মিনিট হাঁটলে কী কী উপকার হয়?  

ঢাকাভয়েস/এই

No comments

Powered by Blogger.