খাওয়ার পর ১০ মিনিট হাঁটলে কী কী উপকার হয়?
তবে সুখবর হলো—সবকিছু ওলটপালট না করেও রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখার একটি সহজ উপায় আছে।
এমনটাই দাবি করেছেন এমস, হার্ভার্ড ও স্ট্যানফোর্ডে প্রশিক্ষণপ্রাপ্ত, আমেরিকানিবাসী গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট ডা. সৌরভ শেট্টী। তার মতে, খাবারের ধরন না বদলিয়েও ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব, যদি দৈনন্দিন জীবনে একটি ছোট অভ্যাস যোগ করা যায়।
সেই অভ্যাসটি কী?
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, প্রতিবার খাবার খাওয়ার পর অন্তত ১০ মিনিট হালকা গতিতে হাঁটতে হবে। এই সামান্য অভ্যাসই শরীরে বড় পরিবর্তন আনতে পারে।
কারণ খাবার খাওয়ার পর স্বাভাবিকভাবেই রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়। ওই সময় বসে থাকা বা শুয়ে পড়লে শর্করা রক্তেই জমে থাকে। কিন্তু খাবারের পর হাঁটলে পায়ের পেশি সক্রিয় হয় এবং তারা রক্ত থেকে অতিরিক্ত গ্লুকোজ টেনে নিয়ে শক্তিতে রূপান্তর করে। এর ফলে ধীরে ধীরে রক্তে শর্করার মাত্রা কমে আসে।
রক্তে গ্লুকোজ কমলে ইনসুলিন নিঃসরণও কম হয়, যার ফলে লিভারে কম ফ্যাট জমে। তাই ফ্যাটি লিভার প্রতিরোধের ক্ষেত্রেও এই অভ্যাস অত্যন্ত কার্যকর।
এই অভ্যাসটি বিশেষভাবে জরুরি যাদের জন্য—
যাদের পরিবারে ডায়াবেটিসের ইতিহাস আছে,
যারা দীর্ঘ সময় বসে কাজ করে,
যাদের পেটের মেদ বাড়ছে,
যাদের প্রিডায়াবেটিসের প্রবণতা রয়েছে,
যারা টাইপ-২ ডায়াবিটিসে আক্রান্ত,
যারা ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছেন।
আরও পড়ুন বাংলাদেশের বিশ্বকাপ খেলা অনিশ্চিত
ঢাকাভয়েস/এই
.jpg)

No comments