Adsterra

লোড হচ্ছে...

ঠান্ডায় বাসন মাজতে গিয়ে হাত জমে যাচ্ছে? মেনে চলুন কিছু কৌশল


ঠান্ডায় বাসন মাজতে গিয়ে হাত জমে যাচ্ছে? মেনে চলুন কিছু কৌশল|ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News

শীতের তীব্রতা কিছুটা কমেছে। কিন্তু তারপরও ঠান্ডা একবারে চলে গেছে তা নয়। পানিতে হাত দিলেই যেন বরফ হয়ে যাচ্ছে। ঠান্ডা থাকলেও ঘরের কাজকর্ম তো আর বাদ রাখা যায় না। খাওয়াদাওয়ার পর থালাবাসন মাজতেই হবে। তবে জানেন কি, ঠান্ডা পানিতে বাসন মাজার ফলে নানা সমস্যা দেখা দিতে পারে। হাতের ত্বকের ক্ষতি করে ঠান্ডা পানি। স্বাভাবিক আর্দ্রতা হারাতে পারে ত্বক। এর পাশাপাশি গাঁটে গাঁটে ব্যথা, আঙুল ও হাতে রক্ত সঞ্চালনের মতো সমস্যা দেখা দিতে পারে। সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। এই ঠান্ডার বাসন মাজার পরেও হাত গরম রাখতে কয়েকটি সহজ কৌশল মেনে চলুন। যেমন-

বাসন মাজার আগে বেশ কিছুক্ষণ হালকা গরম পানিতে হাত ডুবিয়ে রাখুন। ওইভাবে হাত ঘষে নিন। তারপর বাসন মাজা শুরু করুন।ঠান্ডা পানি দিয়ে বাসন মাজার ফলে হাতের ত্বক আর্দ্রতা হারাতে পারে। তাই বাসন মাজার পর ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে নিন। এরপর হাতে নারকেল অথবা সরিষার তেল লাগাতে পারেন। 

ঠান্ডা পানিতে বাসন মাজার পর হাতে ময়েশ্চারাইজার মেখে নিন। এতে হাতের ত্বক আরও উজ্জ্বল হবে।

বাসন ধোয়ার সময় গ্লাভস ব্যবহার করতে পারলে সবচেয়ে ভালো হয়। এতে ত্বকের ক্ষতির আশঙ্কা কমবে।

রান্নাঘর যাতে খুব ঠান্ডা না হয় সেদিকে খেয়াল রাখুন। জানলা বন্ধ রাখুন। প্রয়োজনে হালকা গরম পানি দিয়ে বাসন মাজার অভ্যাস করতে পারে |

 আরও পড়ুন  খাওয়ার পর ১০ মিনিট হাঁটলে কী কী উপকার হয়?   

ঢাকাভয়েস/এই

No comments

Powered by Blogger.