উড্ডয়নের পর ট্রাম্পকে বহনকারী উড়োজাহাজে ত্রুটি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী উড়োজাহাজে বৈদ্যুতিক ত্রুটি দেখা দিয়েছিল। হোয়াইট হাউস জানিয়েছে, উড্ডয়নের পর ত্রুটি শনাক্ত হলে সেটি আবার রানওয়েতে ফিরে আসে।ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার রাতে সুইজারল্যান্ডের উদ্দেশে যাত্রা শুরু করে মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ান। এর কিছুক্ষণ পর সেটি মেরিল্যান্ডের সামরিক ঘাঁটি জয়েন্ট বেস অ্যান্ড্রুজে ফিরে যেতে বাধ্য হয়।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, রাত ১০টা ২০ মিনিটে উড্ডয়নের পর উড়োজাহাজটির ক্রু ‘বৈদ্যুতিক ত্রুটি’ শনাক্ত করেন। অতিরিক্ত সতর্কতার অংশ হিসেবে উড়োজাহাজটি ফিরে আসে। ফ্লাইটে থাকা সাংবাদিকরা জানিয়েছেন, উড্ডয়নের পর প্রেস কেবিনের আলো অল্প সময়ের জন্য নিভে গিয়েছিল। প্রায় ৪৫ মিনিট আকাশে ওড়ার পর উড়োজাহাজটি রাত ১১টা ৭ মিনিটে জয়েন্ট বেস অ্যান্ড্রুজে অবতরণ করে।
বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দিতে সুইজারল্যান্ডের দাভোসের উদ্দেশে এয়ার ফোর্স ওয়ানে করে যাত্রা শুরু করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। রাত ১২টার পর ভিন্ন একটি উড়োজাহাজ তাঁকে নিয়ে যাত্রা শুরু করে। যাত্রার সময় সঙ্গে ছিলেন হোয়াইট হাউসের কর্মী ও মন্ত্রিসভার সদস্যরা। ছিলেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুজি ওয়াইলস।
আরও পড়ুন ফুটবল প্রতীক পেলেন তাসনিম জারা
ঢাকাভয়েস/এই

No comments