Adsterra

লোড হচ্ছে...

ফুটবল প্রতীক পেলেন তাসনিম জারা



ফুটবল প্রতীক পেলেন তাসনিম জারা,ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা ফুটবল প্রতীক বরাদ্দ পেয়েছেন।আজ বুধবার সকালে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তিনি এই প্রতীক বরাদ্দ পান।এসময় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী ডা. তাসনিম জারার হাতে প্রতীক বরাদ্দের চিঠি তুলে দেন।জানা যায়, এই প্রতীকই চেয়েছিলেন তাসনিম জারা। ঢাকা-৯ আসনে একমাত্র স্বতন্ত্র প্রার্থী তিনি। বাকি ১১ জন প্রার্থী বিভিন্ন দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।প্রতীক বরাদ্দ পাওয়ার পর তাসনিম জারা সাংবাদিকদের বলেন, গত কয়েকদিন ধরে ঢাকা–৯ আসনের খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানা এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেছেন তিনি। এ সময় প্রায় প্রতিদিনই কেউ না কেউ জানতে চেয়েছেন, তাকে সমর্থন করতে চাইলে ব্যালট পেপারে কোন প্রতীকে ভোট দিতে হবে। প্রতীক বরাদ্দের মাধ্যমে সেই প্রশ্নের স্পষ্ট উত্তর আজ পাওয়া গেছে।

তিনি বলেন, আগামীকাল থেকে তার নির্বাচনী প্রচারণার ক্যাম্পেইন শুরু হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতার রাজনীতিই তার নির্বাচনী প্রচারণার মূল ভিত্তি হবে।এ সময় তিনি ঢাকা–৯ আসনের ভোটারদের কাছে দোয়া ও শুভকামনা চান।

আরও পড়ুন   নির্বাচন ব্যবস্থাপনা নিয়ে জামায়াত প্রার্থীর উদ্বেগ, ইসিতে অভিযোগ

ঢাকাভয়েস/এই

No comments

Powered by Blogger.