পোস্টাল ব্যালট সফল হলে বাংলাদেশের নাম উজ্জ্বল হবে
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, পোস্টাল ব্যালট প্রকল্প সফল হলে বিশ্বের কাছে বাংলাদেশের নাম উজ্জ্বল হয়ে থাকবে। যে কোনো নতুন উদ্যোগে ভুল বোঝাবুঝি থাকে। তবে পোস্টাল ভোটিং নিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো উদ্দেশ্যপ্রণোদিত নয়।
গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন মিলনায়তনে পোস্টাল ব্যালট অ্যাপের মাধ্যমে ভোটগ্রহণ প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোকে ব্রিফিং শেষে সমাপনী বক্তব্যে এসব কথা বলেন তিনি।সাংবাদিকদের উদ্দেশে নাসির উদ্দিন বলেন, ‘আমি তো দেখতাম, সব সময় আমাদের যে স্ক্রিনটার সামনে সাংবাদিক ভাইয়েরা থাকতেন, পোস্টাল ব্যালটের ভোটার নিবন্ধনের সংখ্যা দেখতেন। আপনাদের সহযোগিতা না পেলে আমরা এতটুকু আসতে পারতাম না।’
তিনি বলেন, ‘যে কোনো নতুন উদ্যোগে কিছু ভুলত্রুটি হতে পারে। ভুল হয়েছে, আমি তা বলব না। অনেক সময় আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার (বোঝাপড়া পরিষ্কার) হয়ে গেলে কনফিউশনটাও (বিভ্রান্তি) ক্লিয়ার হয়ে যায়।’
সিইসি বলেন, ‘পোস্টাল ব্যালটের সংখ্যা একদম প্রথম থেকেই প্রকাশ করে আসছিল নির্বাচন কমিশন। যেটি আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। ১২২টি দেশ থেকে প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন। এখানে ১২২ রকমের কালচার, পোস্টাল ডিপার্টমেন্টের ১২২ রকমের আইন-কানুন। আমাদের দেশে পোস্টাল সিস্টেম একরকম, অন্য দেশগুলোতে আবার ভিন্ন। এগুলোর মাঝে পার্থক্য দূর করা বড় চ্যালেঞ্জ। কিন্তু এই চ্যালেঞ্জ মোকাবিলা করে কমিশনের টিম কাজ করে যাচ্ছে।’
এর আগে ব্রিফিং অনুষ্ঠানে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে ভোটদান কার্যক্রম বিষয়ে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের জানানো হয়। এতে পোস্টাল ভোটিং পদ্ধতি, নিবন্ধন ও ভোট প্রদানের সার্বিক প্রক্রিয়া নিয়ে বিস্তারিত তুলে ধরা হয়। অনুষ্ঠানে অন্য চার নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন ফুটবল প্রতীক পেলেন তাসনিম জারা
ঢাকাভয়েস/এই


No comments