Adsterra

লোড হচ্ছে...

জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবে হত্যাকাণ্ডে বন্দুকধারীর যাবজ্জীবন


জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবে হত্যাকাণ্ডে বন্দুকধারীর যাবজ্জীবন,ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে হত্যাকাণ্ডের তিন বছর পর রায় দিলেন আদালত। বন্দুকধারী তেতসুয়া ইয়ামাগামিকে দোষী সাব্যস্ত করে তাঁর যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।২০২২ সালের জুলাইয়ে নির্বাচনী প্রচারের সময় বন্দুক হামলার শিকার হন শিনজো আবে। সে সময় পুলিশ তেতসুয়াকে আটক করে। অভিযোগ আনা হয়, হাতে তৈরি বন্দুক দিয়ে তিনি আবেকে গুলি করেন। ঘটনাটি বিশ্বজুড়ে আলোড়ন তুলেছিল।

বুধবার জাপানের নারা শহরের একটি আদালতে রায় ঘোষণার সময় বিচারক শিনিচি তানাকা বলেন, ৪৫ বছর বয়সী তেতসুয়া ইয়ামাগামি সাবেক প্রধানমন্ত্রী আবেকে গুলি করার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। নির্বাচনী প্রচারের সময় পেছন থেকে আবেকে গুলি করা হয়েছিল।

দীর্ঘ তদন্ত শেষে গত বছরের অক্টোবরে বিচার কাজ শুরু হয়। তখন হত্যার দায় স্বীকার করেন তেতসুয়া। তবে অন্য কয়েকটি অভিযোগ তিনি অস্বীকার করেন। জাপান এমন একটি দেশ যেখানে বন্দুক হামলার ঘটনা খুবই কম। আবের হত্যাকাণ্ড দেশটির রক্ষণশীল রাজনীতিবিদদের সঙ্গে একটি গোপন ধর্মীয় গোষ্ঠীর ‘ইউনিফিকেশন চার্চের’ সম্পর্ককে সামনে আনে। আইনজীবীরা জানান, হত্যার পেছনে তেতসুয়ার উদ্দেশ্য ছিল চার্চের দিকে মানুষের নজর ফেরানো। কয়েক মাস ধরে চলা এই বিচার প্রক্রিয়ায় উঠে আসে, তেতসুয়ার মা ওই চার্চে অনুদান দিতে গিয়ে পরিবারকে দেউলিয়া করেছিলেন।

আরও পড়ুন   ফুটবল প্রতীক পেলেন তাসনিম জারা  

ঢাকাভয়েস/এই

No comments

Powered by Blogger.