Adsterra

লোড হচ্ছে...

চুল পড়া কমায় রোজমেরি তেল


চুল পড়া কমায় রোজমেরি তেল,ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News

কমবেশি সবাই চুল পড়া সমস্যায় ভোগেন। এ সমস্যা মুক্তি পেতে আমরা নানা ধরণের পণ্য ব্যবহার করি। তারপরও অনেক সময় এ সমস্যা থেকেই যায়। সেক্ষেত্রে ভরসা রাখতে পারেন রোজমেরি তেলে। নিয়মিত এই তেল ব্যবহারে চুল পড়া সমস্যা অনেকটাই কমবে। 

তেল মাসাজ: রোজমেরি এসেনশিয়াল অয়েল খুবই শক্তিশালী; এটি সরাসরি ত্বকে লাগানো ঠিক নয়। নারকেল তেল, বাদাম তেল বা অলিভ অয়েলের সঙ্গে ৩- ৫ ফোঁটা রোজমেরি তেল মিশিয়ে নিন । সপ্তাহে দু'বার এটি দিয়ে মাথার ত্বকে ম্যাসাজ করুন । এটি চুলের গোড়া শক্তিশালী করে ।

শ্যাম্পুর সঙ্গে মিশিয়ে নিন: যদি আপনার কাছে তেল লাগানোর বা আলাদাভাবে স্প্রে করার সময় না থাকে, তাহলে এই শ্যাম্পুর সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে পারেন । যখনই চুল ধুবেন, হাতের তালুতে সামান্য শ্যাম্পু নিন এবং এতে ২ থেকে ৩ ফোঁটা রোজমেরি তেল যোগ করুন । তারপর, চুল ধুয়ে ফেলুন । এটি চুলের পুষ্টি বাড়াতে এবং পরিষ্কার করতে সাহায্য করবে ।

অ্যালোভেরা এবং রোজমেরি মাস্ক: যদি আপনার চুল শুষ্ক এবং প্রাণহীন হয়, তাহলে ১ থেকে ২ চা চামচ তাজা অ্যালোভেরা জেল নিন এবং তাতে সামান্য রোজমেরি তেল যোগ করুন । এটি চুলের গোড়ায় এবং দৈর্ঘ্যে লাগান । ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন ।

মনে রাখা প্রয়োজন, প্রাকৃতিক প্রতিকার কাজ করতে সময় নেয় । এই পদ্ধতিগুলি ধারাবাহিকভাবে ব্যবহার করলে ভালো ফল পাবেন । 

আরও পড়ুন   ফুটবল প্রতীক পেলেন তাসনিম জারা  

ঢাকাভয়েস/এই

No comments

Powered by Blogger.