Adsterra

লোড হচ্ছে...

ঘন ঘন আঙুল মটকালে নরম টিস্যু দুর্বল হতে পারে


ঘন ঘন আঙুল মটকালে নরম টিস্যু দুর্বল হতে পারে, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News

আড্ডা বা কাজের মধ্যে অনেকেরই আঙুল মটকানোর অভ্যাস রয়েছে। দুই আঙুলের চাপে হওয়া ওই আওয়াজেও অনেকের ভালো লাগে। এই অভ্যাসকে কেউ বলেন, হাতের গাঁটগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, কেউ আবার ভাবেন, দুই আঙুলের ঘর্ষণে এই শব্দ হয়।  

আবার কেউ বলেন এটি একটি ভালো লক্ষণ। এতে নিজেকে ফ্রেশ মনে হয়। বছরের পর বছর ধরে এই অভ্যাস নিয়ে নানা ভুল ধারণা জমেছে। 

কিন্তু এ বিষয়ে ফ্লোরিডার অস্থিরোগ চিকিৎসক ডেভিড আব্বাসি সম্প্রতি সামাজিক মাধ্যমের পাতায় একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন। আঙুল মটকানো থেকে উৎপন্ন আওয়াজ কীভাবে তৈরি হয়, তার ফলাফল কী, সেসব বিষয়ে বিস্তারিত বলেছেন।

আঙুল মটকানোর সময় যে শব্দ শোনা যায়, তা আসলে হাড়ের সঙ্গে হাড়ের সংঘর্ষের কারণে তৈরি হয় না। গাঁটগুলোর ভেতরে যে বিশেষ তরল থাকে, তার মধ্যে গ্যাস মিশে থাকে। হঠাৎ করে আঙুল টানলে বা চাপ দিলে সেই তরলের ভেতরের চাপে হেরফের হয়। তখন ছোট ছোট গ্যাসের বুদবুদ তৈরি হয় এবং মুহূর্তের মধ্যেই ভেঙে যায়। সেই ভাঙনের সময়ই ওই পরিচিত শব্দটি শোনা যায়। অর্থাৎ শব্দটা তৈরি হয় গাঁটের ভেতরে পরিবর্তনের কারণে, হাড়ের ক্ষয়ের জন্য নয়।

গবেষণায় এমন কোনো প্রমাণ মেলেনি যে, আঙুল মটকালে তা থেকে আর্থ্রাইটিস হতে পারে। তবে বারবার এবং জোরে জোরে আঙুল মটকানোর অভ্যাস থেকে অন্য সমস্যা হতে পারে। অতিরিক্ত টান পড়লে গাঁটের চারপাশের নরম টিস্যু দুর্বল হয়ে যেতে পারে। সময়ের সঙ্গে হাতে জিনিস ধরার শক্তি কিছুটা কমে যেতে পারে। অর্থাৎ অভ্যাস যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন তা সমস্যার।


আরও পড়ুন   শুরু হচ্ছে বিপিএল, যেভাবে সূচি সমন্বয় হলো 

ঢাকাভয়েস/এই

No comments

Powered by Blogger.