Adsterra

লোড হচ্ছে...

মাঘের সকালে জোড়া ইলিশ কেনার মেলা


মাঘের সকালে জোড়া ইলিশ কেনার মেলা,ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News

প্রতিবারের মতো এবারও শরীয়তপুরে বসেছে প্রায় ২০০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী জোড় মাছের মেলা। বিশেষ করে ইলিশ মাছ বেশি বিক্রি হওয়ায় এ মেলাকে অনেকে ‘জোড় ইলিশের মেলা’ বলেও ডাকেন। ঐতিহ্য অনুযায়ী প্রতিবছর মাঘ মাসের প্রথম দিন সদর উপজেলার মনোহর বাজারের কালীমন্দির মাঠে দিনব্যাপী এ মেলা হয়। কারণ, পহেলা মাঘে জোড়া ইলিশ মাছ কিনে রান্নার প্রথা আছে হিন্দু সম্প্রদায়ের মধ্যে।

গতকাল বৃহস্পতিবার পহেলা মাঘের হিম সকালে মনোহর বাজারের কালীমন্দির মাঠে গিয়ে দেখা যায় মাছ বিক্রেতাদের হাঁকডাক। মেলাকে কেন্দ্র করে জেলার মধ্যপাড়া, চরসোনামুখী, রুদ্রকর, শুবচনীসহ আশপাশের বিভিন্ন এলাকার মানুষের ব্যাপক সমাগম। ঐতিহ্য অনুযায়ী এবারও মেলায় প্রধান আকর্ষণ ইলিশ মাছ। পাশাপাশি রুই, শিং, শোল, গলদা চিংড়িসহ নানা প্রজাতির দেশীয় মাছও বিক্রি হতে দেখা গেছে। এ ছাড়া মাঠজুড়ে বসেছিল অস্থায়ী খাবারের দোকান ও খেলনার স্টল। 

স্থানীয়রা জানান, এ মেলা হিন্দু-মুসলিম সম্প্রীতির এক অনন্য উদাহরণ। বছরজুড়ে এই মেলার অপেক্ষায় থাকেন দুই ধর্মেরই মানুষ। কারণ মেলা উপলক্ষে শুধু ইলিশ নয়, হরেক ধরনের অন্যান্য মাছও কিনতে পারেন তারা। দুর্গাপূজার পর হিন্দুরা প্রায় তিন মাস ইলিশ মাছ খাওয়া বন্ধ রাখেন। পহেলা মাঘে আবার দুটি ইলিশ কিনে ঘরে নিয়ে যান গৃহকর্তা। এরপর বেগুন, লাউ ও লাউশাক দিয়ে মাছ রান্না করা হয়। সেই ঐতিহ্য থেকেই এই জোড় ইলিশের মেলা।

মেলার মাছ বিক্রেতা স্বপন দাস জানান, তিনি প্রায় ৩০ বছর ধরে এই মেলায় মাছ বিক্রি করছেন। এবার প্রায় ২০ হাজার টাকার মাছ বিক্রি করেছেন, যেখানে তিন-চার হাজার টাকা লাভ হবে বলে আশা করছেন। এ সময় মাছের দাম তুলনামূলক কম থাকে। কেজিপ্রতি ৯০০ থেকে ১ হাজার ২০০ টাকায় ইলিশ বিক্রি করেছেন। 

আরেক মাছ বিক্রেতা ইয়াসিন মোল্লা জানান, তিনি প্রায় ৩০ হাজার টাকার মাছ বিক্রি করেছেন। প্রায় তিন হাজার টাকা লাভ হবে আশা করছেন। রুই মাছের কেজি ৩৫০ টাকা, দেশি শিং এক হাজার, গলদা চিংড়ি এক হাজার, শোল মাছ এক হাজার ও ইলিশ মাছ এক হাজার টাকায় বিক্রি করেছেন। ক্রেতারা দেশি মাছই বেশি কিনেছেন।

মেলায় মাছ কিনতে আসা ক্রেতা প্রবীণ সরকার জানান, তিনি খুলনার বাসিন্দা হলেও বর্তমানে শরীয়তপুরে পিডিবিএফে চাকরি করেন। ৭৫০ টাকায় এক কেজি ইলিশ মাছ কিনেছেন। প্রতিবছর মেলার কথা জানলেও এবারই প্রথম আসা। তাঁর মতে, বাজারের তুলনায় মেলায় মাছের দাম কিছুটা কম পাওয়া গেছে।

স্থানীয় বাসিন্দা পরাণ সাহা বলেন, আগে বাবার সঙ্গে মেলায় আসতাম। এখন আমি আমার সন্তানদের নিয়ে মেলায় আসি। এই মেলা আমাদের ঐতিহ্য। আমরা মাঘের শুরুর দিন ইলিশ আর জোড়া বেগুন কিনে ঘরে ফিরি।

মেলা আয়োজক কমিটির সদস্য গৌতম দাস বলেন, শরীয়তপুরে ২০০ বছর ধরে এই মেলার আয়োজন হয়ে আসছে। আমার বাবা ও দাদার সময় থেকেও এ মেলা পুরোনো। আমাদের পরিবারসহ এই এলাকার বহু মানুষের কাছে মেলাটি ঐতিহ্যের অংশ হয়ে উঠেছে। দূর-দূরান্ত থেকে আসা ব্যবসায়ীরা এখানে মাছ নিয়ে এসে বেচাকেনা করেন। বৃহস্পতিবার শুধু এক দিনেই প্রায় ৩৫ লাখ টাকার মাছ কেনাবেচা হয়েছে মেলায়। 

আরো পড়ুন -  শুরু হচ্ছে বিপিএল, যেভাবে সূচি সমন্বয় হলো 

ঢাকাভয়েস/এই

No comments

Powered by Blogger.