Adsterra

লোড হচ্ছে...

শিশু সাজিদের জানাজায় মানুষের ভিড়, দাফন সম্পন্ন


শিশু সাজিদের জানাজায় মানুষের ভিড়, দাফন সম্পন্ন,ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News

রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদের নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় স্থানীয় কবরস্থান-সংলগ্ন মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।জানাজায় অংশ নিতে সকাল থেকেই হাজারো মানুষের ঢল নামে। গ্রামের বয়স্ক থেকে শিশু-কিশোর, সবাই এসেছিলেন শেষবারের মতো সাজিদকে একনজর দেখতে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ৩২ ঘণ্টার কঠোর পরিশ্রমের পর প্রায় ৪৫ ফুট গভীর থেকে সাজিদের নিথর দেহ উদ্ধার করেন। এরপর তাকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 জানাজা শেষে হাজারো মানুষ হাত তুলে শিশু সাজিদের মাগফিরাত কামনা করে দোয়া করেন।গ্রামবাসী জানান, একটি শিশুর জানাজায় পুরো গ্রাম যেন এক হয়েছিল। শোকের এই ভারী বাতাসে সবাই কেবল একটি দোয়াই করছেন— এমন দুর্ঘটনা আর কারও পরিবারে যেন না ঘটে।এর আগে বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে নিখোঁজ হয় শিশু সাজিদ। ফায়ার সার্ভিসের সদস্যরা ৪৫ ফুট মাটি খনন করে ৩২ ঘণ্টা পর তাকে উদ্ধার করে। এরপর তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

 আরও পড়ুন      স্বাস্থ্য খরচের চাপে আর্থিক বিপর্যয়ে ৪৪% পরিবার

ঢাকাভয়েস/এই

No comments

Powered by Blogger.