Adsterra

লোড হচ্ছে...

রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে ‘গোল্ডেন গ্লোব হরাইজন’ অ্যাওয়ার্ড পেলেন আলিয়া ভাট


রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে ‘গোল্ডেন গ্লোব হরাইজন’ অ্যাওয়ার্ড পেলেন আলিয়া ভাট,ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News

বলিউড তারকা আলিয়া ভাট আবারও প্রমাণ করলেন-তিনি এখন স্বর্ণসম মুহূর্তে আছেন। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ৫ম রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ভারতীয় এই অভিনেত্রীকে সম্মানিত করা হয়েছে মর্যাদাপূর্ণ গোল্ডেন গ্লোব হরাইজন অ্যাওয়ার্ডে। বিশ্বজুড়ে সৃজনশীল প্রতিভাকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে এই পুরস্কার প্রদান করা হয়।

একই মঞ্চে আরও সম্মাননা পেয়েছেন তিউনিসিয়ার অভিনেত্রী হেন্ড সাবরি। তাকে দেওয়া হয়েছে ওমর শরিফ অ্যাওয়ার্ড।পুরস্কার হাতে নিয়ে হাস্যোজ্জ্বল আলিয়া বলেন, ‘গোল্ডেন গ্লোবস বিশ্বব্যাপী পুরস্কারজগতের আইকনিক অংশ। এর সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। সামনে আরও শক্তিশালী নারীর গল্প বলতে চাই।’

আলিয়াকে ঘিরে বিশেষ সেগমেন্ট

শুধু পুরস্কার নয়, ফেস্টিভ্যালটি আলিয়ার ক্যারিয়ার উদযাপনে একটি বিশেষ প্রদর্শনীও আয়োজন করে। সেখানে তুলে ধরা হয় তাঁর অভিনয় যাত্রা—শুরু থেকে ‘হাইওয়ে’, ‘ডিয়ার জিন্দেগি’, ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’, ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’, ‘ব্রহ্মাস্ত্র’-এর মতো চলচ্চিত্রে তাঁর শক্তিশালী পারফরম্যান্স।

রেড কার্পেটে আলিয়ার উপস্থিতিও ছিল নজরকাড়া-সৌন্দর্য, গ্ল্যামার আর আত্মবিশ্বাসে ভরপুর একটি সুন্দর গাউনে  তিনি পুরো ভেন্যু মাতিয়ে দেন।‘সিনেমার প্রতি ভালোবাসা’-এই স্লোগান নিয়ে গত চার ডিসেম্বর জেদ্দায় বসেছে এই ফিল্ম ফেস্টিভ্যাল। উৎসবের পঞ্চম আসর এটি। চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত।  বিশ্বের নানা দেশের ১১১ সিনেমা এবারের আয়োজনে প্রদর্শিত হচ্ছে।


 আরও পড়ুন      নির্বাচনের তপশিল কী? এতে যা যা থাকে 

ঢাকাভয়েস/এই

No comments

Powered by Blogger.