Adsterra

লোড হচ্ছে...

তবে কি গুপ্তচর ‘পাঠান’ পর্দায় ফিরছেন


তবে কি গুপ্তচর ‘পাঠান’ পর্দায় ফিরছেন,  ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News

সাময়িক বিরতির পর ২০২৩ সালে বড় পর্দায় প্রত্যাবর্তন করে একের পর এক তিনটি সুপারহিট ছবি উপহার দিয়েছিলেন শাহরুখ খান। ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’ এই হ্যাটট্রিক সাফল্যে আবারও প্রমাণিত হয় বলিউডে তাঁর অপ্রতিদ্বন্দ্বী রাজত্ব। চলতি বছরের শেষ দিকে এসেছে তাঁর নতুন সিনেমা ‘কিং’ এর ট্রেলার। আগামী বছরের শুরুতে মুক্তি পাবে সিনেমাটি।

এবার জানা গেল আরেকটি খবর, আর তা হলো শাহরুখ অভিনীত সুপারহিট ‘পাঠান’-এর সিকুয়াল আসছে। ফলে বলা যায় ফিরছে গুপ্তচর পাঠান।কদিন আগে দুবাইয়ে একটি আন্তর্জাতিক রিয়েল এস্টেট ইভেন্টে গিয়েছিলেন শাহরুখ খান। সেখানে একটি বহুতলের নামকরণ করা হয় কিং খানের নামে; যা উপস্থিত দর্শকদের কাছে ছিল দারুণ এক আবেগঘন মুহূর্ত। টাওয়ারে তাঁর নাম আলোকচিত্রের মতো ফুটে উঠতেই অনুষ্ঠানের সঞ্চালক ঘোষণা করেন ‘যখন কোনো ছবি ব্লকবাস্টার হয়, তখন তার সিকুয়েল আসবেই। যেমন ‘পাঠান’। তাই হ্যাঁ ‘পাঠান ২’ আসছে।

এই ঘোষণার সময় মঞ্চে দাঁড়িয়ে ছিলেন খান নিজেই; মুখে লাজুক হাসি, হাতে কৃতজ্ঞতার ভঙ্গি। আর কোনো প্রতিবাদ নয়। নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও শাহরুখের নীরব হাসিমাখা সম্মতি যেন স্পষ্ট করে দিল– দর্শকের অপেক্ষা এবার সত্যিই শেষ হতে চলেছে।

অনুষ্ঠানের ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ভক্তরা শুরু করে দেন উদযাপন, রিটুইট, মন্তব্যের বন্যা ‘পাঠান ইজ ব্যাক!’ যদিও ছবি নির্মাণ শুরুর আনুষ্ঠানিক তারিখ এখনও জানানো হয়নি, তবে সিনেমাপ্রেমী মহলে শোনা যাচ্ছে শক্তিশালী পরিকল্পনার কথা। ২০২৬ সালে মুক্তি পাবে শাহরুখ ও সুহানা খান অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘কিং’।

অন্যদিকে, যশরাজ স্পাই ইউনিভার্সের পরবর্তী চলচ্চিত্র ‘আলফা’, যেখানে অভিনয় করছেন আলিয়া ভাট। ধারণা করা হচ্ছে, ‘আলফা’ মুক্তির পরই শুরু হবে ‘পাঠান ২’-এর মূল কাজ। জানা গেছে, এবারের সিকুয়েলের বড় অংশ চিত্রায়িত হবে মনোমুগ্ধকর দেশ চিলিতে। বরফঢাকা পাহাড়, মরুভূমি আর উপকূল– বড়সড় অ্যাকশন দৃশ্যধারণের জন্য আদর্শ সেই পরিবেশ। স্পাই ইউনিভার্সে পাঠানের প্রত্যাবর্তন তাই আরও রোমাঞ্চকর হতে যাচ্ছে।

এদিকে যশরাজ স্পাই ইউনিভার্সের ঝুলিতে রয়েছে আরেকটি বিশাল পরিকল্পনা। বহুল প্রতীক্ষিত ‘টাইগার ভার্সেস পাঠান’। সালমান খান ও শাহরুখ খান। বলিউডের দুই মহাতারকা প্রথমবারের মতো পূর্ণাঙ্গ স্পাই-অ্যাকশন লড়াইয়ে মুখোমুখি হবেন বড় পর্দায়। বলাই বাহুল্য, এটি হতে যাচ্ছে ভারতের অন্যতম ব্যয়বহুল ও চমকপ্রদ প্রকল্প।দুবাইয়ের অনুষ্ঠানে ভক্তদের উদ্দেশে ধন্যবাদ জানিয়ে শাহরুখ বলেন, ‘লন্ডনে ডিডিএলজির ব্রোঞ্জ মূর্তি তৈরি হলো, এ বছর পেলাম জাতীয় পুরস্কার, আর দুবাইয়ে একটি বাড়ি হলো আমার নামে। আমার মা-বাবা হয়তো উপরে কোথাও আমাকে দেখে গর্ব করছেন। এটা আমার জীবনের এক বিশাল মুহূর্ত।’

শাহরুখ খানকে সর্বশেষ দেখা গিয়েছিল রাজকুমার হিরানির ছবি ‘ডাঙ্কি’-তে, যা মুক্তি পেয়েছিল ২০২৩ সালের ডিসেম্বরে। সেখানে তাঁর সহশিল্পী ছিলেন তাপসী পান্নু।

আরও পড়ুন        স্বাস্থ্য খরচের চাপে আর্থিক বিপর্যয়ে ৪৪% পরিবার 

ঢাকাভয়েস/এই

No comments

Powered by Blogger.