Adsterra

লোড হচ্ছে...

বাবা হলেন অভিনেতা অপূর্ব


বাবা হলেন অভিনেতা অপূর্ব,ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News

বাবা হলেন তারকা অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে সন্তান জন্ম দিয়েছেন অপূর্বর স্ত্রী শাম্মা দেওয়ান। আজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, তাঁর ঘরে এসেছে কন্যাসন্তান।

পোস্টে নবজাতকের হাতের একটি ছবি শেয়ার করে অপূর্ব লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ! আমাদের কন্যা এসেছে। আমরা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। স্বাগতম, প্রিয় আনায়া।’পরিবার সদস্যরা জানিয়েছেন, অপূর্বর স্ত্রী শাম্মা দেওয়ান যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিয়েছেন। মা ও নবজাতক দু’জনই সুস্থ আছেন। অপূর্ব ভক্তদের প্রতি অনুরোধ জানিয়ে আরও লেখেন, তাঁদের ছোট্ট মেয়ের জন্য দোয়া করতে।

২০২১ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে বসবাসকারী শাম্মা দেওয়ানের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন অপূর্ব। চার বছর পর তাঁদের ঘরে প্রথম সন্তান জন্ম নিল। এর আগে ২০১১ সালে নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেছিলেন অপূর্ব; সেই দাম্পত্যে তাঁদের পুত্র জায়ান ফারুক আয়াশের জন্ম।

অপূর্বর  কন্যার আগমনে সহকর্মী ও ভক্তদের অভিনন্দন বার্তায় ভরে উঠেছে সামাজিকমাধ্যম।

আরও পড়ুন        স্বাস্থ্য খরচের চাপে আর্থিক বিপর্যয়ে ৪৪% পরিবার 

ঢাকাভয়েস/এই

No comments

Powered by Blogger.