Adsterra

লোড হচ্ছে...

বিশ্ববিদ্যালয়-কলেজের শিক্ষার্থীর ওপর নজর রাখার নির্দেশ


বিশ্ববিদ্যালয়-কলেজের শিক্ষার্থীর ওপর নজর রাখার নির্দেশ,ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News

জাতীয় সংসদ নির্বাচনের আগে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আন্দোলনে যুক্ত হতে পারেন। এ জন্য বিশ্ববিদ্যালয় ও কলেজের আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে সংশ্লিষ্ট বাহিনীগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভায় এ নির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। গতকাল রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৈঠকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের সাম্প্রতিক পরিস্থিতি এবং শিক্ষার্থীদের কর্মকাণ্ড পর্যালোচনা করা হয়। এ সময় সেখানে উপস্থিত একাধিক সদস্য জানান, কিছু শিক্ষার্থী অযৌক্তিক বিষয়ে রাস্তায় নামছে। ভোটের আগে এই আন্দোলনের মাত্রা বাড়তে পারে। কারণ হিসেবে তারা জানান, সারাজীবন দেখেছি বিসিএস পরীক্ষার সেশনজট কমানোর দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করেন। এখন বিসিএস পরীক্ষা পেছানোর দাবিতে কিছু শিক্ষার্থী আন্দোলন করছেন।৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য ‘যৌক্তিক সময়’ চেয়ে ট্রেন আটকে গতকাল দ্বিতীয় দিনের মতো আন্দোলন করেন ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। একই দাবিতে রাজশাহী-ঢাকা রেলপথ অবরোধ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী। গত শুক্রবার ভূমিকম্পের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন ভবন নির্মাণের দাবিতে হাজী মুহম্মদ মুহসীন হলের শিক্ষার্থীরা কর্মচারীদের একটি ভবন দখল করে রাতযাপন করেন। ঢাকা কলেজে ভূমিকম্পের ঝুঁকিপ্রবণ হল সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা। এতে শুক্রবার রাতে প্রায় এক ঘণ্টা মিরপুর-নিউমার্কেট সড়কে যান চলাচল বন্ধ ছিল। এ পরিস্থিতিতে ভূমিকম্প নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভার আয়োজনের উদ্যোগ নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সভাটি আগামী বৃহস্পতিবার হতে পারে।বৈঠক শেষে এক কর্মকর্তা জানান, চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার পরিপ্রেক্ষিতে আন্দোলনকারী সংগঠনগুলো নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। অনিয়ম-দুর্নীতি বন্ধের জন্যই সরকার বন্দর ইজারার সিদ্ধান্ত নিয়েছে। এর পরও যদি কেউ কঠোর আন্দোলনে নামে, তাহলে আইনশৃঙ্খলা বাহিনীকে তা দমনের নির্দেশ দেওয়া হয়েছে।   

ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা নেই

এদিকে আসছে সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা ঠিক রাখাকে ইসি বড় চ্যালেঞ্জ মনে করলেও পরিস্থিতির অবনতির শঙ্কা নেই বলে মনে করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আমাদের দেড় বছরের প্রচেষ্টায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভা শেষে উপদেষ্টা সাংবাদিকদের এ কথা বলেন।জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ভূমিকম্প নিয়ে কোনো দেশে আগাম সতর্কতা আছে কিনা, তা আমার জানা নেই। তবে অনেক দেশ কিছু অ্যাপ তৈরি করেছে, যার মাধ্যমে ভূমিকম্প  হওয়ার ১০ সেকেন্ড আগে সতর্কতামূলক বার্তা জানানো হয়। দেশেও এ ধরনের আগাম সতর্কতামূলক মোবাইল অ্যাপ চালু করা যায় কিনা,  চিন্তাভাবনা চলছে।দেশে বিশেষ করে নগর এলাকায় উন্মুক্ত বা খোলা জায়গার অভাব, জলাশয় ভরাট করে ভবন নির্মাণের দিকটি দেখিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব বিষয়ে নজর দেওয়ার পাশাপাশি সবাইকে ইমারত নির্মাণ বিধিমালা মেনে ভবন নির্মাণের আহ্বান জানান। ভূমিকম্প, অগ্নিকাণ্ডসহ নানা দুর্যোগের সময় ফায়ার সার্ভিসের সক্ষমতা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন অগ্নিদুর্ঘটনায় ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট যথেষ্ট সক্ষমতার পরিচয় দিয়েছে, তবে বড় ধরনের ভূমিকম্প হলে সেটা ভিন্ন বিষয়। সবাইকে মিলে একসঙ্গে কাজ করতে হবে।সাংবাদিকদের ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন       প্রতিবেশী দেশগুলো থেকে আসছে বাংলাদেশের চ্যালেঞ্জ 

ঢাকাভয়েস/এই

No comments

Powered by Blogger.