মিস ইন্টারন্যাশনালে লড়ছেন বাংলাদেশের জেসিয়া
এবার সুন্দরী প্রতিযোগিতা মিস ইন্টারন্যাশনাল ২০২৫-এ লড়াই করছেন বাংলাদেশের মডেল অভিনেত্রী জেসিয়া ইসলাম। টোকিওতে ইতিমধ্যেই শুরু হয়েছে মিস ইন্টারন্যাশনাল ২০২৫-এর মূল পর্বের কার্যক্রম। ১৩ নভেম্বর থেকেই জমে উঠেছে বিশ্বের মর্যাদাপূর্ণ এই সুন্দরী প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা। আর সেই আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন জেসিয়া ইসলাম।
আগামী ২৭ নভেম্বর টোকিওতেই অনুষ্ঠিত হবে এর চূড়ান্ত প্রতিযোগিতা; যেখানে বিশ্বের বিভিন্ন দেশের সুন্দরীদের সঙ্গে লড়াই করবেন করবেন জেসিয়া ইসলাম। এই মডেল দীর্ঘদিন ধরে কাজ করছেন পথশিশুদের পুনর্বাসন ও শিক্ষার সুযোগ নিশ্চিত করতে। সামাজিক দায়িত্ববোধ আর মানবিকতার বিষয়টি জেসিয়ার এই যাত্রাকে আরও গতিশীল করেছে।
গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জেসিয়া জানান, তিনি টপ ২০-এর তালিকায় পৌঁছতে চান। এ জন্য সবার ভালোবাসার ভোটপ্রত্যাশী তিনি। মিস ইন্টারন্যাশনালের অফিশিয়াল অ্যাপ ব্যবহার করে জেসিয়াকে ভোট করা যাবে। আগামী ২৯ সেপ্টেম্বরে ঢাকায় আয়োজিত ‘লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৭’-এর চূড়ান্ত পর্বে বিজয়ী হিসেবে জান্নাতুল নাঈমের নাম ঘোষণা করা হয়। ঘোষণার পর থেকেই শুরু হয় বিতর্কের। সামাজিক যোগাযোগমাধ্যমসহ গণমাধ্যমে চলে নানা জল্পনা-কল্পনা।
চূড়ান্ত রায়ের পর জানা যায়, জান্নাতুল নাঈম এভ্রিল বিবাহিত। প্রতিযোগিতার নিয়ম ছিল, বিবাহিত কেউ মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না। ফলে ঘোষিত বিজয়ীকে নিয়ে বিতর্ক ছড়ায়। পরবর্তী সময়ে প্রতিযোগিতার পাঁচ দিন পর প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করা জেসিয়া ইসলামকে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ হিসেবে ঘোষণা দেওয়া হয়। সে বছর মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নিয়ে খুব বেশি দূর যেতে পারেননি জেসিয়া। তবে এবার তার বিশ্বাস, দেশের মানুষের ভালোবাসা পেলে মিস ইন্টারন্যাশনালে ভালো জায়গা পাবেন তিনি।
ঢাকা ভয়েস /এসএস


No comments