Adsterra

লোড হচ্ছে...

অক্টোবর বিপ্লব: জার নিকোলাসকে যেভাবে দেখে আজকের রাশিয়া

অক্টোবর বিপ্লব: জার নিকোলাসকে যেভাবে দেখে আজকের রাশিয়া,ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News

বিংশ শতাব্দীর ইতিহাসে সবচেয়ে যুগান্তকারী ঘটনাগুলোর একটি ছিল রুশ সমাজতান্ত্রিক বিপ্লব, যা রুশ বর্ষপঞ্জী অনুযায়ী অক্টোবর বিপ্লব নামেও পরিচিত।এ বছর বিশ্বজুড়ে নানাভাবে পালিত হচ্ছে এই বিপ্লবের শততম বার্ষিকী। সমাজতন্ত্রের পতন এবং সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যাওয়ার পর আজকের রাশিয়ায় অবশ্য এই অক্টোবর বিপ্লবকে মূল্যায়ন করা হয় ভিন্ন আলোকে।রাশিয়ায় ১৯১৭ সালের অক্টোবর মাসে ভ্লদিমির ইলিচ লেনিনের নেতৃত্বে সশস্ত্র বিপ্লবের মধ্যে দিয়ে কম্যুনিস্ট বলশেভিকরা ক্ষমতা দখল করেছিল।অক্টোবর বিপ্লবের কয়েক মাসের মধ্যেই বলশেভিকরা সপরিবারে হত্যা করে রাশিয়ার শেষ সম্রাট, জার দ্বিতীয় নিকোলাসকে। রাশিয়ার ইয়েকাতারিনবার্গ বলে যে জায়গায় এই হত্যাকান্ড ঘটেছিল, সেখানে গিয়েছিলেন বিবিসির স্টিভ রোজেনবার্গ।রুশ বিপ্লবের শুরুতেই ইয়েকাতারিনবার্গের অর্থোডক্স গির্জায় ঘটেছিল সেই রক্তাক্ত ঘটনা, যে গির্জাকে বলা হয় 'চার্চ অন দ্য ব্লাড। ১৯১৮ সালে এখানেই হত্যা করা হয়েছিল জার দ্বিতীয় নিকোলাস, তার স্ত্রী, সন্তান এবং তাদের গৃহকর্মীদের। বলশেভিকরা গুলি করে এবং বেয়নেট চালিয়ে তাদের মৃত্যুদন্ড কার্যকর করে। এরপর তাদের মৃতদেহ একটি ট্রাকে করে শহরের বাইরে নিয়ে ফেলে দেয়া হয়।

আরও পড়ুন  বিশ্ব অর্থনীতিকে এগিয়ে নিতে বাণিজ্যিক দ্বন্দ্ব মেটাতে হবে    

ঢাকাভয়েস/এই


No comments

Powered by Blogger.