Adsterra

লোড হচ্ছে...

পাল্টা পদক্ষেপ নিল বেইজিং: মার্কিন জাহাজের ওপর বসছে বিশেষ বন্দর শুল্ক

 


পাল্টা পদক্ষেপ নিল বেইজিং: মার্কিন জাহাজের ওপর বসছে বিশেষ বন্দর শুল্ক,  ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News

চীনা জাহাজের ওপর শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় বেইজিং ঘোষণা করেছে, আগামী ১৪ অক্টোবর থেকে মার্কিন জাহাজগুলোর ওপর “বিশেষ বন্দর শুল্ক” আরোপ করা হবে। ওয়াশিংটন গত এপ্রিল মাসে চীনা মালিকানাধীন বা চীনের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোর জন্য অতিরিক্ত ফি ঘোষণা করার পর বেইজিং শুক্রবার জানায়, যুক্তরাষ্ট্রে তৈরি বা যুক্তরাষ্ট্রের মালিকানাধীন জাহাজগুলোও এবার এই বিশেষ শুল্কের আওতায় আসবে।চীনের পরিবহন মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে- এই নতুন শুল্ক ১৪ অক্টোবর থেকে কার্যকর হবে। চীনে প্রবেশকারী মার্কিন জাহাজগুলোকে প্রতি টন ওজনের জন্য ৪০০ ইউয়ান (প্রায় ৫৬ ডলার) শুল্ক দিতে হবে। এপ্রিল থেকে এটা বাড়িয়ে ৬৪০ করা হবে এবং পরবর্তী বছরগুলোতে ধীরে ধীরে আরও বৃদ্ধি পাবে।পরিবহন মন্ত্রণালয় আরও জানিয়েছে, এই “বিশেষ বন্দর শুল্ক” প্রতিটি জাহাজের চীন সফরের ওপর আরোপিত হবে—অর্থাৎ প্রতিটি বন্দরে আলাদাভাবে তা নেওয়া হবে না। এছাড়া, যেকোনো জাহাজ এক বছরে সর্বোচ্চ পাঁচবার পর্যন্ত এই শুল্কের আওতায় আসবে। এই সিদ্ধান্ত এমন সময়ে এসেছে, যখন যুক্তরাষ্ট্রের বন্দরগুলোও চীনে নির্মিত বা চীনা মালিকানাধীন জাহাজগুলোর কাছ থেকে নতুন শুল্ক আদায় শুরু করেছে। চীনের পরিবহন মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, এই পদক্ষেপ চীনা নৌপরিবহন কোম্পানিগুলোর আইনসম্মত অধিকার ও স্বার্থ রক্ষার একটি বৈধ প্রতিক্রিয়া

 ঢাকাভয়েস/এই

No comments

Powered by Blogger.