ব্ল্যাক কফি কি ওজন কমাতে সহায়ক?
১। দুধ, চিনি বা ক্রিম ছাড়া ব্ল্যাক কফি খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
২। শরীরচর্চার ৩০-৬০ মিনিট আগে কফি খেলে বেশি শক্তি মেলে এবং ক্যালরি দ্রুত ঝরে।
৩। দিনের শুরুতে কফি খেলে বিপাকের হার ৩-১১ শতাংশ পর্যন্ত বেড়ে যায়।
৪। দুপুরের খাবারের আগে কফি পান খিদে নিয়ন্ত্রণে সাহায্য করে।
কার্যকারিতা বাড়াতে করণীয়
কফিতে দারচিনি, লেবুর রস বা গোলমরিচ মিশিয়ে খাওয়া যেতে পারে। এসব উপাদান হজম ও বিপাক বৃদ্ধিতে সহায়তা করে।
সতর্কতা :
বিশেষজ্ঞরা বলছেন, দিনে ৩-৪ কাপের বেশি কফি খাওয়া ঠিক নয়। অতিরিক্ত ক্যাফেইন হৃদস্পন্দন বাড়ানো, হজমের সমস্যা ও ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে। পাশাপাশি, ঘুমানোর অন্তত ৬ ঘণ্টা আগে কফি এড়ানো উচিত। সুষম খাদ্য ও নিয়মিত ব্যায়ামের সঙ্গে ব্ল্যাক কফি ওজন কমাতে সহায়ক ভূমিকা রাখতে পারে।
আরও পড়ুন ট্রাম্পের চোখে নেতানিয়াহু ‘বোঝা’ হয়ে উঠছেন — ইসরায়েলি বিশ্লেষকের মন্তব্য
ঢাকা ভয়েস/এই
No comments