কত টাকা আয় করলে দিতে হবে কর, বার্ষিক করমুক্ত সীমা কত
১ সাধারণ করদাতা
বার্ষিক করমুক্ত আয়সীমা: ৩ লাখ ৫০ হাজার টাকা
এর বেশি আয় হলে কর দিতে হবে।
২ নারী ও ৬৫ বছরের বেশি বয়সী করদাতা
করমুক্ত আয়সীমা: ৪ লাখ টাকা
৩ তৃতীয় লিঙ্গ ও প্রতিবন্ধী করদাতা
করমুক্ত আয়সীমা: ৪ লাখ ৭৫ হাজার টাকা
৪ গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা
করমুক্ত আয়সীমা: ৫ লাখ টাকা
৫ প্রতিবন্ধী সন্তানের পিতা–মাতা বা অভিভাবক
নিয়মিত করমুক্ত সীমার পাশাপাশি অতিরিক্ত ৫০ হাজার টাকা ছাড় পাওয়া যাবে।তবে পিতা-মাতা দুজন করদাতা হলে, শুধু একজনই এই ছাড়ের সুবিধা পাবেন।
কর হার (Income Tax Rate ২০২৪-২৫)
আয়ের সীমা করের হার
প্রথম ৩.৫ লাখ টাকা পর্যন্ত করমুক্ত
পরবর্তী ১ লাখ টাকা ৫%
পরবর্তী ৪ লাখ টাকা ১০%
পরবর্তী ৫ লাখ টাকা ১৫%
পরবর্তী ৫ লাখ টাকা ২০%
পরবর্তী ২০ লাখ টাকা ২৫%
বাকি আয় ৩০%
🧾 ন্যূনতম কর
নতুন করদাতার জন্য ন্যূনতম কর ১,০০০ টাকা।
ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি এলাকায় করদাতার ন্যূনতম কর ৫,০০০ টাকা।
অন্যান্য সিটি এলাকায় ৪,০০০ টাকা।
সিটি করপোরেশনবহির্ভূত এলাকায় ৩,০০০ টাকা।
দেশে করদাতার অবস্থা
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্যমতে, বর্তমানে দেশে ১ কোটি ১৫ লাখ টিআইএনধারী আছেন। এর মধ্যে চলতি অর্থবছরে প্রায় ৪০ লাখ করদাতা আয়কর রিটার্ন জমা দিয়েছেন।২০২৪-২৫ অর্থবছরে করমুক্ত আয়সীমা অপরিবর্তিত। সাধারণ করদাতাদের জন্য ৩.৫ লাখ, নারী ও সিনিয়র নাগরিকের জন্য ৪ লাখ, মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী শ্রেণিতে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত করমুক্ত। বিস্তারিত জানুন।
আরও পড়ুন ট্রাম্পের চোখে নেতানিয়াহু ‘বোঝা’ হয়ে উঠছেন — ইসরায়েলি বিশ্লেষকের মন্তব্য
ঢাকা ভয়েস/এই
No comments