Adsterra

লোড হচ্ছে...

কত টাকা আয় করলে দিতে হবে কর, বার্ষিক করমুক্ত সীমা কত

 

কত টাকা আয় করলে দিতে হবে কর, বার্ষিক করমুক্ত সীমা কত, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News

আগামী ৩০ নভেম্বর পর্যন্ত ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়-ব্যয়ের হিসাব জানিয়ে আয়কর রিটার্ন জমা দিতে হবে। প্রতি বছর অক্টোবর-নভেম্বর মাসে এই সময়টিতে করদাতারা নথিপত্র সংগ্রহ, হিসাব মিলানো এবং আইনজীবীদের সঙ্গে পরামর্শে ব্যস্ত সময় কাটান।তবে মনে রাখতে হবে — চলতি অর্থবছরে করমুক্ত আয়সীমা বাড়ানো হয়নি। অর্থাৎ ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত আপনি যত আয় করেছেন, সেই অনুযায়ী আগের হারেই কর দিতে হবে।নিচে শ্রেণিভেদে করমুক্ত আয়সীমা তুলে ধরা হলো 

১ সাধারণ করদাতা

বার্ষিক করমুক্ত আয়সীমা: ৩ লাখ ৫০ হাজার টাকা

এর বেশি আয় হলে কর দিতে হবে।

২ নারী ও ৬৫ বছরের বেশি বয়সী করদাতা

করমুক্ত আয়সীমা: ৪ লাখ টাকা

৩ তৃতীয় লিঙ্গ ও প্রতিবন্ধী করদাতা

করমুক্ত আয়সীমা: ৪ লাখ ৭৫ হাজার টাকা

৪ গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা

 করমুক্ত আয়সীমা: ৫ লাখ টাকা

৫ প্রতিবন্ধী সন্তানের পিতা–মাতা বা অভিভাবক

নিয়মিত করমুক্ত সীমার পাশাপাশি অতিরিক্ত ৫০ হাজার টাকা ছাড় পাওয়া যাবে।তবে পিতা-মাতা দুজন করদাতা হলে, শুধু একজনই এই ছাড়ের সুবিধা পাবেন।

কর হার (Income Tax Rate ২০২৪-২৫)

আয়ের সীমা করের হার

প্রথম ৩.৫ লাখ টাকা পর্যন্ত করমুক্ত

পরবর্তী ১ লাখ টাকা ৫%

পরবর্তী ৪ লাখ টাকা ১০%

পরবর্তী ৫ লাখ টাকা ১৫%

পরবর্তী ৫ লাখ টাকা ২০%

পরবর্তী ২০ লাখ টাকা ২৫%

বাকি আয় ৩০%

🧾 ন্যূনতম কর

নতুন করদাতার জন্য ন্যূনতম কর ১,০০০ টাকা।

ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি এলাকায় করদাতার ন্যূনতম কর ৫,০০০ টাকা।

অন্যান্য সিটি এলাকায় ৪,০০০ টাকা।

সিটি করপোরেশনবহির্ভূত এলাকায় ৩,০০০ টাকা।

দেশে করদাতার অবস্থা

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্যমতে, বর্তমানে দেশে ১ কোটি ১৫ লাখ টিআইএনধারী আছেন। এর মধ্যে চলতি অর্থবছরে প্রায় ৪০ লাখ করদাতা আয়কর রিটার্ন জমা দিয়েছেন।২০২৪-২৫ অর্থবছরে করমুক্ত আয়সীমা অপরিবর্তিত। সাধারণ করদাতাদের জন্য ৩.৫ লাখ, নারী ও সিনিয়র নাগরিকের জন্য ৪ লাখ, মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী শ্রেণিতে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত করমুক্ত। বিস্তারিত জানুন।

আরও পড়ুন ট্রাম্পের চোখে নেতানিয়াহু ‘বোঝা’ হয়ে উঠছেন — ইসরায়েলি বিশ্লেষকের মন্তব্য 

ঢাকা ভয়েস/এই


No comments

Powered by Blogger.