Adsterra

লোড হচ্ছে...

জীবন থেকে ছাইয়ে : গাজার ভয়াবহ রূপান্তর — যুদ্ধের আগে ও পরে এক হৃদয়বিদারক দৃশ্য

গাজা যুদ্ধ, ইসরায়েল হামাস সংঘাত, গাজার ধ্বংস, ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ, গাজার মানবিক বিপর্যয়, গাজা আক্রমণ, মধ্যপ্রাচ্যের সংঘাত, ডোনাল্ড ট্রাম্প শান্তি

গাজা উপত্যকার আর্কাইভ ভিডিওচিত্রে ধরা পড়েছে এক শিউরে ওঠা বাস্তবতা—যেখানে একসময়ের প্রাণচঞ্চল জীবন আজ রূপ নিয়েছে ধ্বংসস্তূপে। যুদ্ধের আগে শহরের রাস্তায় ছিল প্রাণের ছোঁয়া, সমুদ্রতটে শিশুরা খেলত, মানুষ হেসে-খেলে কাটাত দিন; কিন্তু ৭ অক্টোবরের যুদ্ধের পর সেই গাজা আর আগের মতো নেই—চারদিকে শুধু ধ্বংস, মৃত্যু আর নীরবতা।

আর্কাইভ দৃশ্যগুলোয় দেখা যায়, যুদ্ধের আগে গাজার ব্যস্ত শহুরে জীবন—মানুষ বাজারে যাচ্ছে, শিশুরা খেলছে, পরিবারগুলো সৈকতে বেড়াচ্ছে, কেউ নামাজ পড়ছে মসজিদে, কেউ প্রার্থনায় মগ্ন গির্জায়।

একই ভিডিওর পরের অংশে দেখা যায় ভয়াবহ বৈপরীত্য—ভেঙে পড়া ভবন, ধসে যাওয়া মসজিদ ও গির্জা, মাটিচাপা পড়ে থাকা মানুষ, ধোঁয়ায় ঢেকে যাওয়া আকাশ।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েলি বাহিনী শুরু করে ভয়াবহ প্রতিশোধ অভিযান। ওই দিনের হামলায় ১ হাজার ১৩৯ জন ইসরায়েলি নাগরিক নিহত হন, যাদের বেশিরভাগই ছিলেন সাধারণ মানুষ। এছাড়া ২০০ জনের বেশি মানুষকে আটক করা হয়।

আরও পড়ুন ট্রাম্পের চোখে নেতানিয়াহু ‘বোঝা’ হয়ে উঠছেন — ইসরায়েলি বিশ্লেষকের মন্তব্য 

এর পর থেকেই ইসরায়েল চালায় গাজায় ভয়াবহ সামরিক অভিযান—নিরবচ্ছিন্ন বোমাবর্ষণ ও স্থল হামলা। সর্বশেষ তথ্যানুযায়ী, এতে ৬৭ হাজার ৭৪ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৬৯ হাজার ৪৩০ জন আহত হয়েছেন।

সম্প্রতি ইসরায়েল ঘোষণা দিয়েছে “আরবাত গিদওন-২” নামের সামরিক অভিযানের দ্বিতীয় ধাপ, যার উদ্দেশ্য — আটক ইসরায়েলিদের উদ্ধারে হামাসকে গাজা থেকে উৎখাত করা।

এই সংকটের মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাব করেছেন বিশদ এক “শান্তি পরিষদ পরিকল্পনা”, যাতে ২০টি ধারা রয়েছে। আশ্চর্যজনকভাবে, এই প্রস্তাবে হামাস ও ইসরায়েল উভয়ই সম্মতি জানিয়েছে।

অনেক আরব ও আন্তর্জাতিক রাষ্ট্র এই পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে, একে গাজা সংঘাত সমাধানের সম্ভাব্য প্রথম কাঠামো হিসেবে দেখা হচ্ছে।

গাজার বর্তমান চিত্র যেন এক নিরব সাক্ষী— জীবনের রঙ মুছে গিয়ে এখন শুধু ছাই, ধুলো, ক্ষত আর মানুষের বেঁচে থাকার অনন্ত সংগ্রাম।


ঢাকা ভয়েস /এসএস




No comments

Powered by Blogger.