নোবেল পুরস্কার পেতে আগ্রাসী প্রচেষ্টায় ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তিতে নোবেল পুরস্কার পেতে যে আগ্রাসী চেষ্টা চালাচ্ছেন, তা এখন প্রকাশ্য গোপন কিছু নয়। সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে দেওয়া ভাষণে ট্রাম্প দাবি করেন, “আমি ছয়টি যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠা করেছি, তাই সবাই মনে করে আমিই নোবেল পাওয়ার যোগ্য।” এমনকি, তাঁর পক্ষ থেকে নোবেল কমিটিতে নানামুখী চাপের খবরও প্রকাশ পেয়েছে বলে জানিয়েছে ব্লুমবার্গ।২০১০ সালের নোবেল শান্তি পুরস্কারের সময় চীনের কর্মকর্তারা নরওয়ের নোবেল কমিটিকে হুমকি দিয়েছিলেন—চীনের কোনো ভিন্নমতাবলম্বীকে পুরস্কৃত করা হলে “পরিণতি ভয়াবহ হবে।” কিন্তু কমিটি সেই হুমকি উপেক্ষা করে কারাবন্দি মানবাধিকার কর্মী লিউ জিয়াওবোকে নোবেল পুরস্কার দেয়।নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউটের পরিচালক ক্রিস্টিয়ান বার্গ হার্পভিকেন জানান, চীন পদ্ধতিগতভাবে পুরস্কার বন্ধে কাজ করেছিল, কারণ কমিটির স্বাধীনতা মেনে নেওয়া তাদের জন্য কঠিন ছিল।সাম্প্রতিক সময়েও নোবেল কমিটির স্বাধীন সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানানো হচ্ছে বলে প্রতিবেদনে বলা হয়। এবার ট্রাম্প কখনও প্রকাশ্যে, কখনও গোপনে নিজের নোবেল পাওয়ার দাবিতে লবিং করছেন। নোবেল ঘোষণার সময় ঘনিয়ে আসতেই তাঁর প্রচেষ্টা আরও জোরদার হয়েছে।জাতিসংঘে বক্তব্যে ট্রাম্প বলেন, “সবাই বলে আমার নোবেল পাওয়া উচিত।” তিনি অভিযোগ করেন, আব্রাহাম চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার কৃতিত্ব তিনি পেলেন না।হোয়াইট হাউসের মন্ত্রিসভার বৈঠকে তাঁর বিশেষ দূত স্টিভ উইটকফ দাবি করেন, ভারত–পাকিস্তান যুদ্ধ, কঙ্গো–রুয়ান্ডা সংঘাত, থাইল্যান্ড–কম্বোডিয়া উত্তেজনা ও রাশিয়া–ইউক্রেন যুদ্ধ থামানোর প্রচেষ্টার জন্য ট্রাম্পকে নোবেল দেওয়া উচিত।সম্প্রতি সামরিক কর্মকর্তাদের এক সভায় ট্রাম্প বলেন, “আমি আশা করিনি তারা আমাকে নোবেল দেবে, কারণ তারা এমন কাউকে দেবে, যে কোনো খারাপ কাজ করেনি।” মার্কিন প্রশাসনের অনেকেই মনে করছেন, ট্রাম্প নোবেল না পেলে তা যুক্তরাষ্ট্রের জন্য “অপমানজনক” হবে।এদিকে ট্রাম্পের ঘনিষ্ঠদের মতে, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও অন্যান্য ইউরোপীয় কূটনীতিকরাও ব্যক্তিগতভাবে তাঁর নোবেল প্রাপ্তির পক্ষে প্রচেষ্টা চালাচ্ছেন।নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইড বলেন, “ট্রাম্পের নোবেল পাওয়া বা না-পাওয়া নির্ভর করবে নোবেল কমিটির ওপর। তারা সম্পূর্ণ স্বাধীন।”
আরও পড়ুন ট্রাম্পের চোখে নেতানিয়াহু ‘বোঝা’ হয়ে উঠছেন — ইসরায়েলি বিশ্লেষকের মন্তব্য
ঢাকা ভয়েস/এই
No comments