Adsterra

লোড হচ্ছে...

ম্যানসিটির জয়ের ম্যাচে গার্দিওলার ঐতিহাসিক রেকর্ড

ম্যানচেস্টার সিটি, পেপ গার্দিওলা, আর্লিং হলান্ড, ইংলিশ প্রিমিয়ার লিগ, ফুটবল খবর, ব্রেন্টফোর্ড বনাম ম্যানসিটি, ক্রীড়া সংবাদ, ইউরোপিয়ান ফুটবল

ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের ধারায় ফিরেছে ম্যানচেস্টার সিটি। আর্লিং হলান্ডের একমাত্র গোলে ব্রেন্টফোর্ডকে হারিয়ে তিন পয়েন্ট নিশ্চিত করে পেপ গার্দিওলার দল। এই কষ্টার্জিত জয়ের মধ্য দিয়ে গার্দিওলা ছুঁয়েছেন এক অনন্য মাইলফলক—সিটির কোচ হিসেবে ২৫০তম জয়।

ইতিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। ব্রেন্টফোর্ডের শক্ত রক্ষণভাগ ভেদ করতে হিমশিম খাচ্ছিল সিটি। তবে দ্বিতীয়ার্ধের শেষ ভাগে এসে জ্বলে ওঠেন নরওয়েজিয়ান তারকা আর্লিং হলান্ড। গাভারদিওলের থ্রু পাস থেকে ঠান্ডা মাথায় ব্রেন্টফোর্ডের গোলরক্ষককে পরাস্ত করে জয়সূচক গোলটি করেন তিনি।

আরও পড়ুন  সুমুদ ফ্লোটিলা আসলে কী? 

এই জয়ের মাধ্যমে গার্দিওলা মাত্র ৩৪৯ ম্যাচে ২৫০ জয় স্পর্শ করেন—যা প্রিমিয়ার লিগ ইতিহাসে সবচেয়ে দ্রুততম। এতদিন এই কীর্তি ছিল স্যার অ্যালেক্স ফার্গুসন (ম্যানচেস্টার ইউনাইটেড) ও আর্সেন ওয়েঙ্গারের (আর্সেনাল) দখলে। গার্দিওলা তাদের চেয়ে ৭৪ ম্যাচ কম খেলে এই সাফল্য অর্জন করেছেন।

মাইলফলক ছোঁয়ার পর গার্দিওলা বলেন, “স্যার অ্যালেক্স ফার্গুসন ও আর্সেন ওয়েঙ্গারের মতো কিংবদন্তিদের পাশে নিজের নাম থাকা এক বিশাল সম্মান। প্রিমিয়ার লিগের ইতিহাসে এমন অধ্যায়ের অংশ হতে পারা সত্যিই আনন্দের। এখন আমাদের লক্ষ্য আরও ২৫০ জয়।”

তবে জয়ের আনন্দে কিছুটা ছায়া ফেলেছে মিডফিল্ডার রদ্রির চোট। ম্যাচের ২১ মিনিটেই মাঠ ছাড়তে হয় তাঁকে। আন্তর্জাতিক বিরতির আগে এই জয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে ম্যানচেস্টার সিটি।




No comments

Powered by Blogger.