Adsterra

লোড হচ্ছে...

শাহরুখ-আরিয়ানের মধ্যে মিল-অমিল কোথায় ? জানালেন করণ জোহর

শাহরুখ খান, আরিয়ান খান, করণ জোহর, দ্য ব্যাডস অব বলিউড, বলিউড খবর, বলিউড ওয়েব সিরিজ, শাহরুখ আর করণ বন্ধুত্ব, আরিয়ান পরিচালনা, বিনোদন সংবাদ

বলিউড বাদশাহ শাহরুখ খান ও তাঁর ছেলে আরিয়ান খানের মধ্যে মিল-অমিল খুঁজে পেয়েছেন পরিচালক-প্রযোজক করণ জোহর। সম্প্রতি আরিয়ান খান পরিচালিত সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’-এ অভিনয় করেছেন করণ, আর সেই কাজের অভিজ্ঞতা নিয়েই তিনি জানালেন বাবা-ছেলের এক মজার তুলনা।

‘দ্য ব্যাডস অব বলিউড’ ঘিরে আলোচনার ঝড়

আরিয়ান খানের পরিচালনায় প্রথম ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’ ইতিমধ্যেই নেটদুনিয়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে। প্রথম কাজেই প্রশংসা কুড়িয়েছেন শাহরুখপুত্র। সিরিজটিতে করণ জোহরকে দেখা গেছে তাঁর নিজস্ব চরিত্রে— বলিউড প্রযোজক-পরিচালক হিসেবেই তিনি উপস্থিত হয়েছেন পর্দায়।

বাবা-ছেলের মিল ও অমিল নিয়ে করণ জোহর। এক সাক্ষাৎকারে করণ বলেন,“শাহরুখ আর আরিয়ান দুজনেই কাজের ব্যাপারে পাগলের মতো নিবেদিত। তারা একটি দৃশ্য নিয়ে যতক্ষণ না পুরো সন্তুষ্ট হন, ততক্ষণ হাল ছাড়েন না। এই একাগ্রতা দুজনের মধ্যেই অভিন্ন।”

তবে এক জায়গায় পার্থক্য আছে বলেও জানান তিনি—“বাবা ক্যামেরার সামনে কাজ করেন, আর ছেলে ক্যামেরার পেছনে। এই একটা জায়গাতেই ওদের মধ্যে অমিল।”

শাহরুখের প্রতি করণের শ্রদ্ধা ও বন্ধুত্ব

দীর্ঘদিনের বন্ধু শাহরুখ খানের সঙ্গে নিজের সম্পর্কের কথাও তুলে ধরেন করণ। তিনি বলেন,“শাহরুখ আমার বন্ধু, শিক্ষক, ভাই—সব কিছু। এত বছরেও ও আমার সঙ্গে কখনো টাকাপয়সা নিয়ে আলোচনা করেনি।”করণ জানান, যখনই কোনো ছবির চিত্রনাট্য তৈরি হয়, তিনি সরাসরি শাহরুখকে পাঠিয়ে দেন এবং শুটিংয়ের তারিখ জানিয়ে দেন।“শাহরুখ যা পারিশ্রমিক চায়, সেটাই চূড়ান্ত। আর্থিক কোনো আলোচনাই হয় না। বাকি সবাই খুব পেশাদার, কিন্তু শাহরুখ আমার পরিবারের মতো।”

সিরিজের তারকাসূচি

‘দ্য ব্যাডস অব বলিউড’-এ করণ ছাড়াও অভিনয় করেছেন ববি দেওল, মোনা সিং, লক্ষ্য, রাঘব জুয়াল, অন্যা সিং, মনোজ পাহওয়া ও সাহের বম্বা। সিরিজটি মুক্তির পর থেকেই প্রশংসা পাচ্ছে বলিউডপ্রেমীদের মধ্যে।



No comments

Powered by Blogger.