‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী এখন রাশিয়ার’ — পুতিন উপদেষ্টা নিকোলাই পাত্রুশেভ
রাশিয়ার সশস্ত্র বাহিনী বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী হিসেবে বিবেচিত বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপদেষ্টা ও মেরিটাইম বোর্ডের চেয়ারম্যান নিকোলাই পাত্রুশেভ।
রুশ সংবাদমাধ্যম রোসিয়া-১ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “শক্তির দিক থেকে রুশ সেনাবাহিনী এখন আমেরিকান সেনাবাহিনীকেও ছাড়িয়ে গেছে। পেশাদার সামরিক কর্মকর্তারা ভালোভাবেই জানেন—আমরা এখন বিশ্বের অন্য যেকোনো দেশের চেয়ে শক্তিশালী।”
পাত্রুশেভ আরও যোগ করেন, “অনেকে মনে করেন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীই সবচেয়ে শক্তিশালী, কিন্তু বাস্তবে তা নয়। রাশিয়ার সেনাবাহিনী আরও সংগঠিত, আধুনিক ও প্রতিক্রিয়াশীল। আমরা যেকোনো বৈরী পদক্ষেপের জবাব দিতে সম্পূর্ণ সক্ষম।”
তবে তিনি সতর্ক করে বলেন, “শুধু শক্তিশালী বাহিনী থাকলেই যথেষ্ট নয়। যদি জনগণের ঐক্য ও জনসমর্থন না থাকে, তবে পশ্চিমা আগ্রাসন প্রতিহত করা কঠিন হয়ে পড়বে। অভ্যন্তরীণ স্থিতিশীলতা ছাড়া সামরিক সক্ষমতা কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব নয়।”
বিশ্লেষকদের মতে, ইউক্রেন যুদ্ধ এবং পশ্চিমা নিষেধাজ্ঞার পটভূমিতে রাশিয়া এমন বার্তার মাধ্যমে দেশীয় সমর্থন দৃঢ় করতে চাইছে।
No comments