Adsterra

লোড হচ্ছে...

ইলন মাস্ক প্রথম হাফ-ট্রিলিয়নিয়ার, সম্পদ ছাড়াল ৫০০ বিলিয়ন

 

ইলন মাস্ক প্রথম হাফ-ট্রিলিয়নিয়ার, সম্পদ ছাড়াল ৫০০ বিলিয়ন, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news,banglade

ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বের একমাত্র ব্যক্তি হিসেবে ৫০০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি সম্পদের মালিক হয়েছেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা, রকেট নির্মাতা স্পেসএক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান এক্সএআই–এর শেয়ারমূল্য বৃদ্ধি পাওয়ায় এই আর্থিক মাইলফলক ছুঁতে সক্ষম হয়েছেন তিনি। বৃহস্পতিবার (২ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ফোর্বস বিলিয়নিয়ার্স সূচকের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, বুধবার স্থানীয় সময় দুপুরের পর মাস্কের মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ৫০০.১ বিলিয়ন ডলার। যদিও দিন শেষে তা সামান্য কমে ৪৯৯ বিলিয়নের কিছু ওপরে নেমে আসে।

সম্পদের এই অভূতপূর্ব বৃদ্ধির ফলে প্রযুক্তি দুনিয়ার অন্যান্য ধনকুবেরদের অনেকটাই পেছনে ফেলেছেন ইলন মাস্ক। তার মালিকানাধীন প্রতিটি ব্যবসার শেয়ারমূল্য ঊর্ধ্বমুখী হওয়ায় তার অবস্থান আরও দৃঢ় হয়েছে বলে বিশ্লেষকদের ধারণা।

ফোর্বসের সূচক অনুযায়ী, বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী হলেন ওরাকল প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন। তার সম্পদের পরিমাণ প্রায় ৩৫০.৭ বিলিয়ন ডলার। গত মাসে ওরাকলের শেয়ারের দাম ৪০ শতাংশের বেশি বেড়ে যাওয়ায় একসময় মাস্ককে অতিক্রম করেছিলেন এলিসন।

বিবিসি বলছে, মাস্কের বিপুল সম্পদ মূলত টেসলার ওপর নির্ভরশীল। এই কোম্পানির প্রায় ১২ শতাংশ শেয়ারের মালিক তিনি। চলতি বছর এখন পর্যন্ত টেসলার শেয়ারের দাম ২০ শতাংশের বেশি বেড়েছে। বুধবার নিউইয়র্কে দিনের শেষে টেসলার শেয়ার আগের দিনের চেয়ে ৩.৩ শতাংশ বেশি দামে লেনদেন শেষ হয়।

মূলত সাম্প্রতিক মাসগুলোতে টেসলার শেয়ারের দাম বেশ বেড়েছে, কারণ বিনিয়োগকারীরা মনে করছেন মাস্ক রাজনীতির চেয়ে আবার তার কোম্পানিগুলোর প্রতি বেশি মনোযোগ দিচ্ছেন। এর আগে ট্রাম্প প্রশাসনের সঙ্গে যুক্ত হওয়ায় তাকে সমালোচনার মুখে পড়তে হয়েছিল।

এছাড়া গত মাসেই মাস্ক প্রায় ১ বিলিয়ন ডলারের টেসলার শেয়ার কিনেছেন। বিনিয়োগকারীরা এটিকে কোম্পানির প্রতি তার আস্থার ইঙ্গিত হিসেবে দেখছেন।

No comments

Powered by Blogger.