চাঁদে পারমাণবিক বিস্ফোরণের গোপন পরিকল্পনা ফাঁস
১৯৫৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্র চাঁদকে পারমাণবিক বোমা মেরে উড়িয়ে দিতে চেয়েছিল। ভয়াবহ এই পরিকল্পনার গোপন তথ্য ফাঁস হওয়ার পর বিশ্বজুড়ে নিন্দার ঝড় শুরু হয়।
সেই সময় যুক্তরাষ্ট্রের কাছে মনে হচ্ছিল যে, রাশিয়ার তুলনায় তারা মহাকাশ জয়ের দৌড়ে পিছিয়ে পড়ছে। তাই চাঁদের বুকে বোমা ফাটিয়ে এমন মাশরুম ক্লাউড তৈরি করার পরিকল্পনা ছিল। এর উদ্দেশ্য ছিল সারা বিশ্বে নিজেদের সামরিক শক্তি প্রদর্শন করা এবং তৎকালীন রাশিয়াকে ঘাবড়ে দেওয়া।
এই প্রকল্পের প্রধান ছিলেন মার্কিন পদার্থবিজ্ঞানী ড. লিওনার্ড রাইফেল। ৭৩ বছর বয়সী এই বিজ্ঞানী সম্প্রতি একটি মার্কিন পত্রিকার সঙ্গে সাক্ষাৎকারে বিষয়টি খোলাসা করেন। তিনি জানান, ১৯৫৮ সালের দিকে এই গোপন পরিকল্পনা শুরু হয়েছিল এবং এর নাম ছিল 'এ স্টাডি অফ লুনার রিসার্চ ফ্লাইট' অথবা 'প্রোজেক্ট এ-১১৯'।
ড. রাইফেল বলেন যে, চাঁদকে আসলে উড়িয়ে দেওয়া সম্ভব নয়। যুক্তরাষ্ট্র চাঁদের যে বিন্দুতে আঘাত করার টার্গেট করেছিল, সেখান থেকে বড়জোর দুই এক মাইল এদিক-সেদিক হত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমায় যে বোমা ফেলা হয়েছিল, সেই সাইজের বোমা দিয়েই কাজটি সফলভাবে করা যেত।
তিনি আরও বলেন, আমি সংশ্লিষ্টদের এ ব্যাপারে পরিষ্কার করে বলেছিলাম যে, এটা বিশাল ব্যয়বহুল হবে এবং চাঁদের মাটিতে ব্যাপক পরিবেশ বিপর্যয় ঘটাবে। সরাসরি চাঁদে গিয়ে গবেষণা করা কঠিন হয়ে যাবে।
তবে তারা সে সময় তার কথা মানতে চায়নি। বিশ্ববাসী যখন পৃথিবীতে দাঁড়িয়ে এই বিস্ফোরণ দেখতে পেত, তখন সবার মনে যুক্তরাষ্ট্রের সামরিক ক্ষমতার উপর ভয় ও সম্মান উপলব্ধি হত, এমনটাই ভেবেছিল যুক্তরাষ্ট্র।
চাঁদ নিয়ে যুক্তরাষ্ট্রের এখনো কোনো গোপন পরিকল্পনা রয়েছে কিনা, সে বিষয়ে আপাতত কোনো তথ্য নেই।
No comments