সৃজিতের নতুন প্রেমিকা : কে এই সুস্মিতা ?
শারদীয় দুর্গোৎসবের উচ্ছ্বাসের মধ্যেই টালিউডে নতুন আলোচনার জন্ম দিয়েছেন নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়। সোমবার নিজের ইনস্টাগ্রামে অভিনেত্রী সুস্মিতার সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করেন তিনি। ছবিতে দুজনের চোখাচোখির মুহূর্তই সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জনের ঝড় তোলে।
প্রেমের গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে সুস্মিতা জানান, ‘আমরা দুজনে ভীষণ ভালো বন্ধু। খুব অল্প দিনেই ক্লোজ ফ্রেন্ড হয়ে গেছি। কে কী বলছে, সেসব নিয়ে আমার কিছু বলার নেই।’
সিনেমায় কাজ করতে গিয়েই পরিচয় সৃজিতের সঙ্গে। সৃজিতের আসন্ন সিনেমা ‘লহ গৌরাঙ্গের নাম রে’-তে অভিনয় করছেন সুস্মিতা। এই ছবির মাধ্যমেই নির্মাতার সঙ্গে তার প্রথম পরিচয়। কাজ করতে গিয়েই সম্পর্কটা আরও ঘনিষ্ঠ হয়েছে বলে জানা যায়।
কে এই সুস্মিতা ?
বর্তমান টালিউডের উঠতি নায়িকাদের একজন সুস্মিতা। মডেলিং দিয়েই তার ক্যারিয়ার শুরু। ২০২১ সালে অনিন্দ্য চট্টোপাধ্যায়ের ছবি ‘প্রেম টেম’ দিয়ে টলিউডে যাত্রা। ছবিটি দর্শকমহলে দারুণ সাড়া ফেলে। এরপর তিনি অভিনয় করেন ‘ম্যারাডোনার জুতো’, ‘কাছের মানুষ’, ‘পাকা দেখা’, ‘খেলা যখন’, ‘চেঙ্গিজ’সহ একাধিক সিনেমায়। টালিউডের শীর্ষ তারকাদের মধ্যে প্রসেনজিৎ, দেব, সোহম, জিৎ— প্রায় সবার সঙ্গেই ইতিমধ্যে কাজের অভিজ্ঞতা হয়ে গেছে তার। এছাড়া তিনি নতুন সিনেমা ‘ভালোবাসার মরশুম’-এও কাজ করছেন। ছবিটিতে বলিউড অভিনেতা শারমন যোশি ও ঢালিউড অভিনেত্রী তানজিন তিশাও অভিনয় করবেন। সুস্মিতার জন্ম ও বেড়ে ওঠা পশ্চিমবঙ্গের আসানসোলের কুলটি এলাকায়।
নতুন প্রজন্মের দর্শক-ভক্তদের কাছে ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন সুস্মিতা। কলকাতায় ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছেন। ইনস্টাগ্রামে তার ফলোয়ার ৪ লাখের বেশি, ফেসবুকে এক লাখের বেশি। আর সৃজিতের সঙ্গে তার বন্ধুত্ব— টালিউডে এখন সেই নিয়েই চলছে গুঞ্জন।
No comments