Adsterra

লোড হচ্ছে...

কীভাবে বুঝবেন মেয়েটি আপনার প্রেমে পড়েছে ?

 

কীভাবে বুঝবেন মেয়েটি আপনার প্রেমে পড়েছে,  ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News

অধিকাংশ ছেলেদের অভিযোগ মেয়েদের মন বোঝা কঠিন। বিশেষ করে মেয়েদের মনে কি আছে তা জানা যায় না। আপনি কোনো মেয়ের প্রেমে পড়লে অনুভূতি প্রকাশ করতে পারেন। আর মেয়েরা প্রেমে পড়লে চট করে মুখে বলে না। তবে মেয়েরা প্রেমে পড়লে তাদের অভিব্যক্তি সম্পূর্ণ বদলে যায়। সাধারণত কেউ এইদিকে মনোযোগ দেয় না।

কথা বলতে আগ্রহী

কোনো না কোনো অজুহাতে আপনার সঙ্গে কথা বলতে চায়। মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে ইমোজি পাঠায়, মাই স্টোরিতে সবসময় মজার মজার প্রতিক্রিয়া পাঠায়। তাহলে বুঝতে হবে সে আপনার সঙ্গে কথা বলতে আগ্রহী।

মনোযোগী শ্রোতা

আপনার কথা মনোযোগ দিয়ে শুনে মেয়েটি। যতই রসিকতা বা মশকরা করেন না কেন, তার সুন্দর প্রতিক্রিয়া জানায় সে। যাই বলেন হেসে জবাব দিচ্ছে। এতে বুঝবেন সে আপনার প্রতি দুর্বল।

স্পর্শ করার অজুহাত খোঁজে

কথা বলতে বলতে বা আড্ডা দিতে দিতে হুট করে আপনার হাত ছুঁয়ে দিল মেয়েটি। কিংবা রিকশায় চড়তে গিয়ে আপনার হাত জড়িয়ে ধরল। তখনই বুঝবেন আপনাকে বিশেষভাবে পছন্দ করে মেয়েটি।

আপনার বিষয়ে অন্যদের সঙ্গে গল্প করে

বন্ধুমহলে মেয়েটি প্রায়ই আপনার প্রসঙ্গ টেনে নিয়ে আনে। তার কথা জুড়ে থাকেন আপনি। তাহলে সহজেই বুঝে যাবেন, তার মন জুড়েও রয়েছেন আপনি।

আপনার বিষয়ে সচেতন

আপনি বুঝলেনই না, মেয়েটি আপনার জন্মদিনের তারিখ মনে রাখল এবং সেইদিন একটি গিফটও পাঠিয়ে দিল। অধিকাংশ ক্ষেত্রে পুরুষেরা বিশেষ দিন বা তারিখ ভুলে যায়। সেদিক দিয়ে দেখলেন মেয়েটি আপনার সব বিষয় জেনে রেখেছে এবং আপনাকে সে বেশ সচেতন।

অকারণে আপনার দিকে তাকিয়ে থাকে

কারণে অকারণে কেউ কি আপনার দিকে তাকিয়ে থাকে? কিংবা নিজের অজান্তেই আপনি কি কারো দিকে তাকিয়ে থাকেন? কথা বলার সময় বিশেষ কোনো মানুষের সামনে জড়তা, অস্থিরতা চলে আসলেও তা প্রেমে পড়ার একটি গুরুত্বপূর্ণ লক্ষণ।

আরও পড়ুন   টাইফয়েড টিকা নিয়ে আপনার সব প্রশ্নের উত্তর এখানে  

ঢাকাভয়েস/এই


No comments

Powered by Blogger.