Adsterra

লোড হচ্ছে...

সফল মানুষ অফিস শেষের ১০ মিনিটে যা করেন

সফল মানুষ অফিস শেষের ১০ মিনিটে যা করেনঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news,bangladesh

দিনের কাজ শেষে অফিস ছাড়ার আগে শেষ ১০ মিনিটে আপনি কী করেন ? এটাই বলে দিতে পারে, আপনি পরের দিন কতটা গুছিয়ে শুরু করবেন—বা আদৌ করবেন কি না।

অনেকেই এই সময়টা হেলায় কাটিয়ে দেন, কেউবা আবার দৌড়ে বেরিয়ে পড়েন কোনো পরিকল্পনা ছাড়াই। কিন্তু সফল মানুষের আচরণ একেবারে আলাদা।

সফল মানুষ অফিস শেষের ১০ মিনিটে যা করেন

তারা দিনের শেষ ১০ মিনিটকেই ব্যবহার করেন পরের দিন আরও ভালোভাবে শুরু করার প্রস্তুতি হিসেবে।

চলুন জেনে নিই—সফল মানুষ কর্মঘণ্টা শেষ হওয়ার আগে কোন ১২টি সহজ কাজ করে থাকেন, যা তাদের কাজের গুণমান, সম্পর্ক আর মানসিক শান্তি—সবকিছুতেই সাহায্য করে।

শেষ মুহূর্তেও মনোযোগ ধরে রাখেন : দিনের শেষে মনোযোগ কমে যাওয়া স্বাভাবিক। কিন্তু সফল মানুষ চেষ্টা করেন এই সময়েও মনঃসংযোগ ধরে রাখতে—তাতে কাজের মান ঠিক থাকে।

দিনের কাজের তালিকা আপডেট করেন : সফল কর্মীরা দিনের শেষে চেক করে নেন, কোন কোন কাজ হয়েছে, আর কী কী বাকি। এতে আগামী দিন আর ভেজাল থাকে না।

কী করলাম আজ—তা একটু ভাবেন : এক মিনিট সময় নিয়ে ভাবেন, আজ কী কী কাজ শেষ করলেন। এতে মনে হয় দিনটা সার্থক ছিল, ছোট সাফল্যও বড় মনে হয়।

পরের দিনের জন্য কাজ গুছিয়ে রাখেন : সফল মানুষ আগামী দিনের কাজ লিখে রাখেন। এতে সকালে বসেই কাজ শুরু করতে পারেন, মাথায় চিন্তা কম থাকে।

অফিস ছাড়ার সময় আগে থেকে ঠিক করেন : দীর্ঘ সময় অফিসে থাকলে কাজে ফোকাস নষ্ট হয়। তাই সফলরা ঠিক করে রাখেন কখন অফিস ছাড়বেন—যদি না কিছু জরুরি হয়।

সারা দিনে কী শিখলেন, সেটা নিয়ে ভাবেন : কোন জায়গায় ভুল হলো, কোথায় ভালো করলেন—এসব ভাবলে শেখা হয়, উন্নতিও হয়।

সহকর্মীদের জানান, আপনি চলে যাচ্ছেন : এতে কেউ জরুরি কিছু বলার থাকলে তখনই বলতে পারে, কেউ যেন অপেক্ষায় না থাকে।

ছোট করে বিদায় জানান : একটা ‘ভালো থাকবেন’ বা ‘কাল দেখা হবে’ বলার মধ্যেও সৌজন্যতা আর পেশাদারি আছে। এতে সম্পর্কও ভালো থাকে।

ধন্যবাদ ও প্রশংসা জানান : কেউ যদি সাহায্য করে থাকে, একটা ‘ধন্যবাদ’ দিন। এই ছোট কথাতেই অনেক কিছু বদলে যায়।

ইতিবাচক কথা বলে দিন শেষ করেন : একটু হাসি, ছোট্ট খোশগল্প বা ইতিবাচক মন্তব্য—এগুলো আপনাকে এবং আশপাশের মানুষের মন ভালো করে দেয়।

পরের দিনের সময়সূচি দেখে নেন : সকালে অফিসে এসে ‘আজ কী আছে’ ভাবার চেয়ে আগে থেকেই রুটিন দেখে রাখাই ভালো। এতে চাপ কমে।

কাউকে অপেক্ষায় রাখেন না : কোনো ফাইল, রিপ্লাই বা সিদ্ধান্ত দেওয়ার কথা থাকলে সেটা জানান, না পারলে বলুন—‘আগামীকাল করব’। কেউ যেন অন্ধকারে না থাকে।

সফল মানুষ শুধু কাজেই দক্ষ না—তারা সময়, সম্পর্ক আর মনকে সামলে চলার কৌশল জানেন। দিনের শেষ ১০ মিনিটে একটু সচেতন হলেই আপনার অফিস জীবন হতে পারে গোছানো, চাপমুক্ত আর অনেক বেশি পেশাদার।


ঢাকা ভয়েস /এসএস


No comments

Powered by Blogger.