সুখী দম্পতিরা কেন সোশ্যাল মিডিয়ায় কম ছবি দেন
সামাজিক যোগাযোগমাধ্যম এখন জীবনের বড় অংশ। বিয়ে, জন্মদিন, ছুটি—সবকিছুই মুহূর্তে ছড়িয়ে পড়ে অনলাইন দুনিয়ায়। কিন্তু খেয়াল করলে দেখা যাবে, অনেক সুখী দম্পতি তুলনায় কম ছবি পোস্ট করেন। এর মানে এই নয় যে তাদের জীবনে আনন্দ নেই, বরং বিষয়টি একটু ভিন্ন।
আবেগের শক্তি থাকে ব্যক্তিগত পরিসরে
সত্যিকারের সুখী সম্পর্কের মূল শক্তি একান্তে ভাগ করে নেওয়া সময়। অনেক দম্পতি বিশ্বাস করেন, গভীর অনুভূতি প্রকাশের জায়গা সোশ্যাল মিডিয়া নয়। তারা বোঝেন, ব্যক্তিগত মুহূর্ত যত গোপন থাকে, সম্পর্ক তত স্বস্তিদায়ক হয়।
প্রদর্শনের প্রয়োজন নেই
যারা একে অপরকে নিয়ে স্বচ্ছন্দ, তাদের ভালোবাসা প্রমাণের জন্য বাইরের স্বীকৃতি লাগে না। প্রতিদিনের যত্ন, একসঙ্গে হাসি–কান্না, ছোট ছোট অভ্যাস—এগুলোই সম্পর্ককে দৃঢ় করে। ছবি দিয়ে অন্যকে বোঝানোর কোনো তাগিদ তারা অনুভব করেন না।
তুলনার চাপ এড়ানো
সোশ্যাল মিডিয়া অনেক সময় অজান্তে তুলনার ফাঁদ তৈরি করে। অন্যের সাজানো ছবির সঙ্গে নিজের বাস্তবতা মিলিয়ে হতাশা আসে। সুখী দম্পতিরা এই চাপ থেকে দূরে থাকতে চান।
সময়টাকে উপভোগ করাই বড়
ফোন হাতে ছবি তোলার চেয়ে মুহূর্তটা নিজেরা উপভোগ করাই তাদের কাছে গুরুত্বপূর্ণ। একসঙ্গে ভ্রমণ, সিনেমা দেখা, রান্না করা—সবকিছুর আনন্দ মাপা হয় স্মৃতিতে, লাইক–কমেন্টে নয়।
নিরাপত্তা ও গোপনীয়তা
ব্যক্তিগত তথ্য ছড়িয়ে পড়ার ঝুঁকিও অনেকেই এড়িয়ে চলেন। অনলাইন দুনিয়ায় ছবির অপব্যবহার বা অপ্রত্যাশিত মন্তব্যের ভয় কম নয়।
সুখী দম্পতিরা তাই বুঝে গেছেন—ভালোবাসার মূল্য লাইক বা শেয়ারে নয়, একে অপরের সঙ্গে কাটানো নিভৃত মুহূর্তেই আসল আনন্দ লুকিয়ে আছে।
ঢাকা ভয়েস /এসএস
No comments