Adsterra

লোড হচ্ছে...

ঘুম থেকে উঠেই কফি ডেকে আনছে যেসব বিপদ

ঘুম থেকে উঠেই কফি ডেকে আনছে যেসব বিপদঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news,bangladesh


সকালে ঘুম থেকে উঠেই অনেকেই কফির কাপ হাতে নেন—এই অভ্যাস অনেকের কাছে স্বাভাবিক। কিন্তু জানেন কি, খালি পেটে কফি খাওয়ার এই অভ্যাস শরীরের অনেক ক্ষতি করতে পারে?

বিশেষজ্ঞরা বলছেন, সকালে কিছু না খেয়ে কফি খেলে শরীরে নানা ধরনের সমস্যা তৈরি হতে পারে—পেটের সমস্যা থেকে শুরু করে মানসিক চাপ পর্যন্ত।


চলুন জেনে নিই, খালি পেটে কফি খেলে কী কী সমস্যা হতে পারে :

অ্যাসিডিটি আর হজমের সমস্যা : খালি পেটে কফি খেলে শরীরে অ্যাসিড বাড়ে। ফলে পেটে গ্যাস, পেট ফোলা, বুক জ্বালা বা পেটব্যথার মতো সমস্যা হতে পারে।

ক্ষুধা কমে যায়, পুষ্টিও মেলে না : কফি খেলে অনেকের ক্ষুধা মরে যায়। এতে সকালের গুরুত্বপূর্ণ খাবার বাদ পড়ে যায়। ধীরে ধীরে শরীরে পুষ্টির ঘাটতি দেখা দিতে পারে।

রক্তে শর্করার মাত্রা বাড়াতে পারে : ক্যাফেইন শরীরের হরমোনের ভারসাম্য নষ্ট করে রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়াতে পারে, যা ডায়াবেটিসের ঝুঁকি বাড়াতে পারে।

মানসিক চাপ বাড়াতে পারে : সকালে শরীরে কর্টিসোল নামে একধরনের হরমোন স্বাভাবিকভাবেই তৈরি হয়। খালি পেটে কফি খেলে এই হরমোন আরও বেড়ে গিয়ে মানসিক চাপ বাড়িয়ে দিতে পারে।


তাহলে কী করবেন ?

- সকালে ওঠার পর হালকা কিছু খেয়ে তারপর কফি পান করুন

- চাইলে এক গ্লাস পানি বা ফল দিয়ে দিন শুরু করুন

- বেশি মাত্রায় কফি না খেয়ে দিনে ১-২ কাপেই সীমাবদ্ধ থাকুন

সকালের এক কাপ কফি আপনার দিনকে চাঙ্গা করে তুলতে পারে ঠিকই, তবে খালি পেটে কফি খাওয়ার অভ্যাস শরীরের জন্য ক্ষতিকর।

নিজের শরীরকে ভালো রাখতে চাইলে, কফি খাওয়ার সময় আর উপায়টুকু একটু খেয়াল করলেই হয় !



ঢাকা ভয়েস /এসএস


No comments

Powered by Blogger.