ঢাকার বাতাসের মান “মডারেট”- কতটা নিরাপদ আমরা?
আজ সকাল ৯টার দিকে রাজধানীর এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) স্কোর ছিল ৯৭, যা ঢাকাকে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ১২তম স্থানে রেখেছে। প্রশ্ন হচ্ছে, এই ‘মাঝারি’ আসলে কতটা নিরাপদ?
ঢাকার বাতাস শীতকালে অস্বাস্থ্যকর হয়ে পড়ে এবং বর্ষায় কিছুটা উন্নত হয়- দীর্ঘদিন ধরেই এমনটি দেখা যাচ্ছে। এই দূষণের মূল কারণ ধুলা, যানবাহনের ধোঁয়া ও যত্রতত্র নির্মাণকাজ। বিশেষজ্ঞদের মতে, AQI স্কোর ৫০ থেকে ১০০-এর মধ্যে থাকলে সেটি ‘মডারেট’, অর্থাৎ বাতাস আপাতদৃষ্টিতে গ্রহণযোগ্য হলেও সংবেদনশীল জনগোষ্ঠী যেমন শিশু, বৃদ্ধ বা শ্বাসকষ্টের রোগীদের জন্য ঝুঁকিপূর্ণ। AQI স্কোর ১০১ থেকে ১৫০ হলে শুধু সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ খুবই অস্বাস্থ্যকর, এবং ৩০১ এর ওপরে গেলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়।
সর্বশেষ সূচকে বিশ্বের প্রথম তিন দূষিত শহর হিসেবে নাম এসেছে ভারতের কলকাতা, উজবেকিস্তানের তাশখন্দ এবং বাহরাইনের মানামা, যাদের AQI স্কোর যথাক্রমে ১৯৫, ১৫৭ ও ১৫১। তুলনামূলকভাবে ঢাকার অবস্থান ভালো মনে হলেও প্রশ্ন থেকে যায় যে এখানে শ্বাস নেওয়া কতটা নিরাপদ।PM10, PM2.5, নাইট্রোজেন ডাই-অক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাই-অক্সাইড এবং ওজোন- এই পাঁচটি উপাদানের ওপর ভিত্তি করে প্রতিদিনের এই AQI সূচক তৈরি হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) বলছে, বায়ু দূষণের কারণে প্রতিবছর বিশ্বজুড়ে প্রায় সাত মিলিয়ন মানুষ মারা যান, যাদের বেশিরভাগই স্ট্রোক, হৃদরোগ, ফুসফুস ক্যান্সার ও শ্বাসযন্ত্রের জটিলতায় মৃত্যুবরণ করেন । এমন অবস্থায় সবার মনে প্রশ্ন থেকেই যায়- ঢাকার বাতাসে নিঃশ্বাস নিয়ে আমরা আসলেই কি নিরাপদ আছি, নাকি নীরব এক ঘাতকের কাছে জিম্মি হচ্ছি?
No comments