Adsterra

লোড হচ্ছে...

চায়ের সঙ্গে সিগারেট, যা হতে পারে


চায়ের সঙ্গে সিগারেট, যা হতে পারে,  ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News

খাবারের পর অনেকেই মনে করেন এক কাপ চা আর সঙ্গে একটি সিগারেট যেন বাড়তি আরাম দেয়। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন—এটি আসলে শরীরের জন্য ভয়াবহ ক্ষতির কারণ হতে পারে। গবেষণায় দেখা গেছে, খাবারের পরপরই ধূমপান করলে শরীরে নিকোটিন শোষণ বেড়ে যায় কয়েকগুণ। ফলে মাত্র একটি সিগারেট খাওয়ার প্রভাব দাঁড়ায় প্রায় ১০টি সিগারেটের সমান। এতে পাকস্থলীর রক্তপ্রবাহ কমে যায়, হজমে সমস্যা দেখা দেয়, তৈরি হয় বুকজ্বালা ও গ্যাস্ট্রিকের ঝুঁকি।বিশেষজ্ঞদের মতে, নিয়মিত খাবারের পর সিগারেট খাওয়ার অভ্যাস পাকস্থলীর ক্যানসার, আলসারসহ হজমজনিত জটিলতা বাড়িয়ে তোলে। অতএব, খালি পেট হোক কিংবা ভরা পেট—ধূমপান কোনো অবস্থাতেই নিরাপদ নয়। বরং খাবারের পর সিগারেট খাওয়ার অভ্যাস শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর।ধূমপান, মদ্যপান এবং চা পান অভ্যাসের বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়েছিল এই গবেষণার জন্য। গবেষণার শুরুতে তাদের কারও ক্যানসার ছিল না। এই সাড়ে ৪ লাখ মানুষের তথ্য নেওয়া হয় ৯ বছর ধরে। তাদের মধ্যে ১৭৩১ জনের ইসোফ্যাজিয়াল বা খাদ্যনালীর ক্যানসার দেখা দেয় ওই সময়ের মধ্যে। যারা অতিরিক্ত গরম চা পান বা মদ্যপান করেন এবং পাশাপাশি ধূমপান করেন, তাদের ইসোফ্যাজিয়াল ক্যানসারের ঝুঁকি পাঁচগুণ বেশি, এমনই বলেছেন বিজ্ঞানীরা।

 আরও পড়ুন  সুমুদ ফ্লোটিলা আসলে কী? 

ঢাকা ভয়েস/এই

No comments

Powered by Blogger.