Adsterra

লোড হচ্ছে...

ইন্টারস্টেলার ধূমকেতু 3I/ATLAS পর্যবেক্ষণ করবে মঙ্গল ও বৃহস্পতি-অরবিটার মহাকাশযান

ধূমকেতু, ইন্টারস্টেলার অবজেক্ট, 3I/ATLAS, মঙ্গল, বৃহস্পতি, ESA, JUICE, Mars Express, ExoMars, মহাকাশ গবেষণা, NASA, মহাকাশযান

ইন্টারস্টেলার ধূমকেতু 3I/ATLAS চলতি অক্টোবর মাসে সূর্যের কাছ দিয়ে অতিক্রম করছে। এই বিরল সুযোগে মঙ্গল ও বৃহস্পতি গ্রহকে প্রদক্ষিণকারী মহাকাশযানগুলো এটিকে পর্যবেক্ষণ করবে বলে জানিয়েছে ইউরোপীয় মহাকাশ সংস্থা ESA (European Space Agency)।

এটি আমাদের সৌরজগতের মধ্য দিয়ে অতিক্রমকারী তৃতীয় শনাক্তকৃত ইন্টারস্টেলার বস্তু, যা প্রায় ২ লাখ ১৯ হাজার কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে চলেছে। ধূমকেতুটির অস্বাভাবিক গতিপথ এবং সূর্যের কাছাকাছি অবস্থান গবেষণার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ তৈরি করেছে।

তবে বিজ্ঞানীরা এই সুযোগ কাজে লাগাতে প্রস্তুত। ESA জানিয়েছে, তাদের দুটি মহাকাশযান—মার্স এক্সপ্রেস (Mars Express) এবং এক্সোমার্স ট্রেস গ্যাস অরবিটার (ExoMars Trace Gas Orbiter)—১ থেকে ৭ অক্টোবর পর্যন্ত ধূমকেতুটির গতিবিধি নজরদারি করবে। ৩ অক্টোবর ধূমকেতুটি এই মহাকাশযানগুলোর সবচেয়ে কাছাকাছি, প্রায় ৩ কোটি কিলোমিটার দূরত্বে থাকবে।

আরও পড়ুন  সুমুদ ফ্লোটিলা আসলে কী? ঢাকা ভয়েস

এছাড়া ESA’র আরেকটি মহাকাশযান জুপিটার আইসি মুনস এক্সপ্লোরার (JUICE) ২ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত 3I/ATLAS পর্যবেক্ষণ করবে। এই সময় ধূমকেতুটি সূর্যের সবচেয়ে কাছাকাছি অবস্থানে থাকবে এবং সূর্যের তাপে এর অভ্যন্তরের বরফ গলতে শুরু করবে, ফলে এটি হবে সবচেয়ে সক্রিয় ও দীপ্তিমান পর্যায়ে।

স্পেস ইনিশিয়েটিভস ইনক.-এর প্রধান বিজ্ঞানী টি. মার্শাল ইউব্যাঙ্কস জানান,

“JUICE মহাকাশযান 3I/ATLAS পর্যবেক্ষণের সবচেয়ে অনুকূল অবস্থানে থাকবে, যখন পৃথিবী থেকে একে দেখা প্রায় অসম্ভব হয়ে উঠবে।”

তিনি আরও বলেন, “মার্স রিকনিসেন্স অরবিটার (MRO), তিয়ানওয়েন-১ (Tianwen-1) এবং হোপ (Hope) মিশনের মতো অন্যান্য মহাকাশযানও এই পর্যবেক্ষণে মূল্যবান তথ্য দিতে পারবে, তবে JUICE-এর তথ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি।”

এই পর্যবেক্ষণের মাধ্যমে বিজ্ঞানীরা আশা করছেন, ইন্টারস্টেলার ধূমকেতুদের গঠন, উৎপত্তি ও গতিপথ সম্পর্কে নতুন ধারণা পাওয়া যাবে, যা ভবিষ্যতে আন্তঃনাক্ষত্রিক গবেষণার দিক পরিবর্তন করতে পারে।



No comments

Powered by Blogger.