টিকটক নিয়ে কাঠামোগত চুক্তি
চীনের সঙ্গে টিকটকের মার্কিন কার্যক্রম নিয়ে একটি ফ্রেমওয়ার্ক বা কাঠামোগত চুক্তিতে পৌঁছেছে ওয়াশিংটন। এ সমঝোতা যুক্তরাষ্ট্রে টিকটকের মালিকানা আমেরিকান প্রতিষ্ঠানের হাতে যাওয়ার পথ খুলে দিতে পারে। মাদ্রিদে অনুষ্ঠিত আলোচনার পর সোমবার মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এ চুক্তির ঘোষণা দেন। তিনি জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং আগামী শুক্রবার চুক্তি চূড়ান্ত করবেন। সেই সময়সীমা ৯০ দিন বাড়ানো হতে পারে, যাতে চুক্তিটি চূড়ান্ত করা যায়। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, আলোচনায় ‘খুব ভালো অগ্রগতি’হয়েছে। চীনও ফ্রেমওয়ার্ক চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে, তবে জানিয়েছে— তাদের প্রতিষ্ঠানের স্বার্থ ক্ষুণ্ন করে কোনো সমঝোতা হবে না।
No comments