Adsterra

লোড হচ্ছে...

কটাক্ষের ঝড়ে আলিয়া

কটাক্ষের ঝড়ে আলিয়া,ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news,bangladesh

বলিউডের চলতি সময়ের দুই প্রভাবশালী অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এবং আলিয়া ভাট। দীপিকার তুলনায় আলিয়ার ফিল্মি ক্যারিয়ারে বয়স কম হলেও বিগত কয়েক বছরে বলিউড ইন্ডাস্ট্রিতে নিজের জমি ‘পোক্ত’ করে নিয়েছেন অভিনেত্রী। শুধু তাই নয়, তাবড় বলিউড পরিচালক-প্রযোজকদের মেগাবাজেট সিনেমা থেকে ‘পদ্মাবতী’কে সরিয়ে হিট ছবি উপহার দিয়েছেন ‘গাঙ্গুবাই’ আলিয়া। যার জেরে দুই সুপারস্টার নায়িকার অনুরাগী শিবিরের মধ্যেও তুমুল দ্বন্দ্ব! তবে এবার বিষয়টি আর শুধু সিনেমার মধ্যে সীমাবদ্ধ নেই। গড়িয়েছে বিজ্ঞাপনী দুনিয়াতেও।

সম্প্রতি দীপিকা পাড়ুকোনকে ছাঁটাই করে জনপ্রিয় এক আন্তর্জাতিক পোশাক সংস্থা তাদের ‘বিজ্ঞাপনী দূত’ হিসেবে আলিয়া ভাটের নাম ঘোষণা করেছে। সেই ভিডিও শেয়ার করেছেন আলিয়াও। আর সেটা দেখেই তেলেবেগুনে জ্বলে উঠেছে দীপিকার অনুরাগী শিবির। যার জেরে কাপুর বাড়ির বউমাকে কটাক্ষ করতেও পিছপা হননি তারা। নেটপাড়ার একাংশ যদিও তাতে সায় দিয়ে বলছেন, ‘এটা ভীষণই হতাশাজনক! এতদিন দীপিকাকে দেখতেই অভ্যস্ত ছিলাম এই ব্র্যান্ডের বিজ্ঞাপনে। তাকে মানাতও দারুণ। সেখানে আলিয়াকে দেখে হতাশ হলাম!’

আবার কারও মন্তব্য, ‘দীপিকার থেকে সবকিছু কেড়ে নেওয়া আপনার অভ্যোস হয়ে দাঁড়িয়েছে।’ কারও কটাক্ষ, ‘আলিয়াকে কেন নেওয়া হল? আমরা দীপিকাকে ফেরত চাই।’ একাংশ আবার আলিয়া ভাটকে শুভেচ্ছা জানিয়েও কটুক্তি করলেন- ‘ডেনিম লুকে দীপিকাকে যেমন দেখতে লাগে, আপনি তার ধারেকাছেও নেই!’

এখানেই শেষ নয়। জনৈক অনুরাগী তো আবার বলে বসেছেন, ‘আলিয়া সব জায়গায় ঢুকতে চায়, দীপিকার প্রতি অস্বাভাবিক আসক্ত। আমরা ওর একই মুখ বারবার দেখে ক্লান্ত।’ কেউ লিখেছেন, ‘দীপিকা পাড়ুকোনের প্রতি আলিয়া ভাটের এত হিংসে কেন?’ সবমিলিয়ে ওই জনপ্রিয় পোশাক সংস্থা আলিয়াকে নতুন গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা করতেই শুরু প্রবল বিতর্ক। যদিও এবিষয়ে এখনও পর্যন্ত দীপিকা বা আলিয়ার তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে আপাতত দুই সুপারস্টার নায়িকার ভক্তমহলে যে উত্তেজনা তুঙ্গে, তা বলাই বাহুল্য।

No comments

Powered by Blogger.