Adsterra

লোড হচ্ছে...

কাসেম সোলেইমানির নামে ইরানের নতুন মিসাইল, কতটা ভয়ংকর ‘হাজ কাসেম’?

কাসেম সোলেইমানির নামে ইরানের নতুন মিসাইল, কতটা ভয়ংকর হাজ কাসেম,Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news,

ইরান দাবি করেছে, সম্প্রতি ইসরায়েলের ওপর চালানো ক্ষেপণাস্ত্র হামলায় তারা তাদের নতুন ‘হাজ কাসেম’ নামের একটি ম্যানুভারেবল ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করেছে। রাষ্ট্রীয় সংস্থা ফারস নিউজ জানিয়েছে, শনিবার রাতভর ইসরায়েলে এ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়।   

ইরানের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল আজিজ নাসিরজাদেহ ৪ মে ইরানি টেলিভিশনে বলেন, এই মিসাইল মার্কিন যুক্তরাষ্ট্রের টার্মিনাল হাই-অল্টিচিউড এরিয়া ডিফেন্স ( থাড) ও ইসরায়েলের ব্যবহৃত প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ভেদ করতে সক্ষম।

ইরানি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, ‘হাজ কাসেম’ ক্ষেপণাস্ত্রটির গতি ঘণ্টায় ১,২০০ কিলোমিটার। এই ক্ষেপণাস্ত্রে রয়েছে এমন এক ওয়ারহেড যা মিসাইল প্রতিরক্ষা ভেদ করতে সক্ষম। তাছাড়া এতে রয়েছে উন্নত নেভিগেশন সিস্টেম, যা নিখুঁতভাবে লক্ষ্যভেদ করতে পারে এবং ইলেকট্রনিক যুদ্ধ প্রতিরোধে সক্ষম।           

                               ২০২৪ সালের গণঅভ্যুত্থানে বীর শহিদ ও অকুতোভয় আন্দোলনকারীদের স্মরণে ও সম্মানে আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে শাহরিয়ার সোহাগ এর নতুন উপন্যাস বাংলা বসন্ত। অর্ডার করতে ক্লিক করুন

                                                            ফ্রি তে পড়তে ক্লিক করুন   

এই মিসাইলের নামকরণ করা হয়েছে কাসেম সোলেইমানির নামে, যিনি ছিলেন ইরানের ইসলামিক রেভ্যুলিউশনারি গার্ডের কুদস বাহিনীর প্রধান। ২০২০ সালে মার্কিন ড্রোন হামলায় তিনি ইরাকের বাগদাদে নিহত হন।

গত শুক্রবার ইরানে হামলা চালায় ইসরায়েল। এতে ৭৪ জন নিহত হয়। এরপর থেকে তেহরানও ইসরায়েলকে উদ্দেশ্য করে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে । এ হামলায় এখন পর্যন্ত ৮ ইসরায়েলি নিহত হয়েছে। 

No comments

Powered by Blogger.