Adsterra

লোড হচ্ছে...

জাপানিদের চুল পরিষ্কারের পদ্ধতি কেন এত জনপ্রিয়?


জাপানিদের চুল পরিষ্কারের পদ্ধতি কেন এত জনপ্রিয়? ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News

ত্বকচর্চার পাশাপাশি বর্তমানে জাপানিদের চুল পরিষ্কার করার পদ্ধতি আন্তর্জাতিকভাবে জনপ্রিয় হচ্ছে। চলুন জেনে নেওয়া যাক কেন জনপ্রিয় তাদের এই পদ্ধতি।

কেন এই পদ্ধতি আলাদা

মূলত, চুল ধোয়ার এই পদ্ধতির ক্ষেত্রে কোন পণ্য ব্যবহার করা হচ্ছে তার চাইতে কীভাবে চুল ধোয়া হচ্ছে সেটার উপর গুরুত্ব দেওয়া হয়। 

প্রাথমিক ধোয়া দিয়ে শুরু করুন: শ্যাম্পু শুরু করার আগে, প্রথমে ১-২ মিনিটের জন্য চুল হালকা গরম পানি দিয়ে ভালভাবে ধুয়ে ফেলতে হবে। এর ফলে মাথার ত্বকে জমে থাকা ময়লা, ঘাম এবং অতিরিক্ত তেল আলগা করে চুল মৃদু পরিষ্কারের জন্য প্রস্তুত করা হয়।

শ্যাম্পু লাগানো: সরাসরি চুলে লাগানোর পরিবর্তে হাতের তালুতে অল্প পরিমাণে শ্যাম্পু নিয়ে মাথার ত্বকে লাগান। ধীরে ধীরে চুলে লাগিয়ে নিন। 

মাথার ত্বকের আলতো করে ম্যাসাজ:  আঙুলের মাথা (নখ নয়) ব্যবহার করে ধীরে ধীরে ছোট বৃত্তাকারে মাথার ত্বকে ম্যাসাজ করুন। এটি রক্ত ​​সঞ্চালন বাড়ায় এবং মাথার ত্বকের ক্ষতি না করে চুল পরিষ্কার করতে সহায়তা করে।

ফেনা দিয়ে চুল পরিষ্কার করুন: মাথা ধোয়ার সময় শ্যাম্পুর যে ফেনা নিচে নেমে আসে তা দিয়ে চুল পরিষ্কার করুন। এটি চুলের শুষ্কতা এবং ভাঙন কমায়।এই পদ্ধতিতে শুধু চুল পরিষ্কার করার পরিবর্তে মাথার ত্বকের সুস্থতা এবং লালচে ভাব কমাতে সাহায্য করে। এতে দীর্ঘদিন চুল উজ্জ্বল ও ভালো থাকে। 

কেন এই পদ্ধতি জনপ্রিয়? 

এই কৌশলটি প্রয়োগ করার সময়,ভারী শ্যাম্পু ব্যবহারের প্রয়োজন নেই। এ কারণে এই পদ্ধতি চুলকে তার প্রাকৃতিক তেলের বেশিরভাগ অংশ ধরে রাখতে সাহায্য করে।যেহেতু এই পদ্ধতিতে খুবই ধীরে ধীরে চুল ধোয়া এবং মাথার ত্বকে ম্যাসাজ করা হয় তাই সঠিকভাবে করলে প্রশান্তি অনুভূত হয়।এই পদ্ধতি অনুসরণ করলে মাথার ত্বকের শুষ্কতা, চুলকানি ও ঘন ঘন চুল ধোয়ার প্রবণতা কমে। মাথার ত্বক দীর্ঘ সময়ের জন্য পরিষ্কার থাকে। 

 আরও পড়ুন  বাংলাদেশে নারীর ক্ষমতায়নের পথপ্রদর্শক খালেদা জিয়া    

ঢাকাভয়েস/এই

No comments

Powered by Blogger.