কীভাবে ফুলকপি রান্না করলে গ্যাসের সমস্যা কমে
শীতকাল মানেই শাকসবজির রাজত্ব। এর মধ্যে ফুলকপি আবার বিশেষ জনপ্রিয়। এই সবজিতে ভিটামিন সি, কে এবং ফাইবার, ক্যালশিয়ামের মতো পুষ্টি রয়েছে। কিন্তু অনেকের শুধু ফলকপি নয়,ক্রুসিফেরাস জাতীয় শাকসবজি যেমন-বাঁধাকপি, ব্রকোলি খেলেও পেটফাঁপা, গ্যাস, বদহজম হয়। তবে রান্নার সময়ে কিছু কৌশল মেনে চললে এই সমস্যা এড়ানো যায়। যেমন-
১. ফুলকপি কাটা মাত্রই কড়াইতে দেবেন না। রান্না করার অন্তত ৩০ মিনিট আগে সব্জিটি কেটে রাখুন। এতে ফুলকপিতে থাকা উৎসেচকগুলি বেরিয়ে যাবে এবং গ্যাস-অম্বল হওয়ার ঝুঁকি কমবে।
২. ফুলকপি রান্না করার আগে গরম পানিতে ভাপিয়ে নিতে পারেন। ব্রকোলি ও বাঁধাকপি রান্না করার আগেও এই নিয়ম অনুসরণ করতে পারেন। এতে সব্জি সহজপাচ্য হয়ে যায়। গরম পানিতে ভাপিয়ে নেওয়ার পরে সেটি ভাজতে পারেন।
৩. ফুলকপি রান্নায় ধনিয়া, জিরা, মৌরি, আদা, হলুদের মতো মসলা ব্যবহার করুন। এই ধরনের মসলাগুলো বদহজম প্রতিরোধে করে। সেই সঙ্গে প্রদাহ দূর করে। তবে রান্নায় তেল-মসলা একটু কম ব্যবহার করাই ভালো।
৪. একটু সময় নিয়ে ফুলকপি-বাঁধাকপি রান্না করতে পারেন। আঁচ কমিয়ে ধীরে ধীরে রান্না করুন। যত বেশি সময় ধরে রান্না করা হবে, সব্জি ততই নরম এবং সহজপাচ্য হয়ে উঠবে। এতে ফুলকপি-বাঁধাকপি খেলেও গ্যাস হবে না।
৫. ফুলকপি খেয়ে যদি পেটে অস্বস্তি হয়, তা হলে বেশি করে পানি খান। পাশাপাশি মৌরির চা, আদার পানি, জিরে ভেজানো পানি ইত্যাদি খেতে পারেন। এগুলো বদহজম দূর করতে সাহায্য করে।
আরও পড়ুন বাংলাদেশে নারীর ক্ষমতায়নের পথপ্রদর্শক খালেদা জিয়া
ঢাকাভয়েস/এই

No comments