Adsterra

লোড হচ্ছে...

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা


তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা,ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।শনিবার মনোনয়ন যাচাই-বাচাই শেষে রিটার্নিং কর্মকর্তা জারার মনোনয়ন বাতিল ঘোষণা করেন।ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. আজমল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।আজমল হোসেন বলেন, মোট ভোটারের মধ্যে ৪ হাজার ৩০০ জনের স্বাক্ষর প্রয়োজন ছিল। সেটা ঠিকই ছিল। বরং কিছু বেশি ভোটারের স্বাক্ষর ছিল। তবে যাচাইয়ে দেখা যায়, প্রস্তাবক ও সমর্থকদের মধ্যে দেওয়া ১০ জন ভোটারের মধ্যে মাত্র আটজন ঢাকা-৯ আসনের ভোটার। বাকি দুজন ওই আসনের ভোটার না হওয়ায় নির্বাচন বিধি অনুযায়ী তার মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে তাসনিম জারার আপিলের সুযোগ আছে।

এ ব্যাপারে ফেসবুকে এক ভিডিওবার্তায় তাসনিম জারা বলেন, ঢাকা-৯ এর স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি মনোনয়নপত্র জমা দিয়েছি। আজকে বাছাই পর্বে আমার মনোনয়নপত্র গৃহীত হয়নি। আমরা আপিল করার প্রক্রিয়া আমরা ইতিমধ্যে শুরু করেছি।

তাসনিম জারা আরও বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ১ শতাংশ ভোটারের স্বাক্ষর জমা দিতে হয়। যে কয়টা স্বাক্ষর প্রয়োজন, তার চেয়ে বেশি স্বাক্ষর জমা দিয়েছি। এর মধ্যে দশজনের স্বাক্ষর তারা যাচাই করেছে। দশ জনের স্বাক্ষরের সত্যতা তারা পেয়েছে। এর মধ্যে দুই জন জানতেন তারা ঢাকা-৯ এর ভোটার, কিন্তু নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী তারা ঢাকা-৯ এর ভোটার নন। 

তিনি বলেন, একজনের বাসা খিলগাঁও এবং খিলগাঁও-এ ঢাকা-৯ এবং ঢাকা-১১ দুটি আসন পড়ে। স্বাক্ষরকারী জানতো সে ঢাকা-৯ এর ভোটার এবং সে অনুযায়ী স্বাক্ষর করেছেন। আরেকজনের সাথে থাকা জাতীয় পরিচয় পত্র অনুযায়ী তিনি ঢাকা-৯ এর ভোটার। কয়েক বছর আগে উনি শরিয়তপুরে নির্বাচন কমিশনে ঠিকানা সংশোধনের জন্য আবেদন করেছিলেন কিন্তু কোনও আপডেট পাননি। নির্বাচন কমিশনের অনলাইন ডাটাবেজ অনুযায়ী দেখা যাচ্ছে, তিনি শরিয়তপুরের ভোটার।

তাসনিম জারার দাবি, এই দুজনের জানার কোনও উপায় ছিল না তারা কোন আসনের ভোটার। এই তথ্য জানার কোনও উপায় নির্বাচন কমিশন রাখেনি।প্রসঙ্গত, তাসনিম জারা এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ছিলেন। জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর সঙ্গে এনসিপির নির্বাচনী জোট নিয়ে দল থেকে পদত্যাগ করেন তিনি। এরপর ঢাকা–৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেন।

আরও পড়ুন  ভেনেজুয়েলায় হামলার কথা জানাল যুক্তরাষ্ট্র    

ঢাকাভয়েস/এই

No comments

Powered by Blogger.