রাষ্ট্র মানে আমি, আপনি—এক কথায় আমরা সবাই: সমাজকল্যাণ উপদেষ্টা
রাষ্ট্র মানে আমি, আপনি, শিল্প, এনজিও—এক কথায় আমরা সবাই বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ। তিনি বলেন, রাষ্ট্র বলতে আমরা যেটা বুঝাই; সেটাকে শুধুই কি একটি সংখ্যার ব্যবস্থা? একটি রাষ্ট্র শুধুমাত্র একটি সরকার চালায় না। কিন্তু সরকার শুধু রাষ্ট্র পরিচালনার অনুকূল পরিবেশ তৈরি করে।
আজ শনিবার সমাজসেবা অধিদপ্তরের সম্মেলন কক্ষে আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। সমবায় দিবস উপলক্ষে এর আয়োজন করা হয়।সমাজকল্যাণ উপদেষ্টা বলেন, সরকার যেটা করে, সেটা হচ্ছে— এমন একটা পরিবেশ তৈরি করে, যে পরিবেশের মধ্য দিয়ে যারা সারা দেশব্যাপী সৃজনশীলতার বিকাশ ঘটে। তার মানে আমি বলতে চাইছি, সরকারের একটি ভূমিকা আছে। কিন্তু তার বাইরে ও আরেকটি বড় ব্যবস্থা আছে। পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ উন্নত দেশগুলো বিদগ্ধ নীতিমালা যত্নশীল শাসনব্যবস্থা ওপর নির্ভর করছে।
তিনি বলেন, তার মানে আপনি বলতে পারেন, রাষ্ট্র মানে আমি, আপনি, শিল্প, এনজিও— এক কথায় আমরা সবাই। যদি এ দেশটাকে গড়তে হয়; তাহলে আমরা সবাই ইকোসিস্টেমের অংশ। এক কথায় আমাদের সবারই দায়িত্ব রয়েছে। আমাদের ভেতর বিদ্বেষ, রাজনীতি অত্যন্ত জটিল অনাকাঙ্ক্ষিত প্রতিযোগিতা। যেমন, আপনাদের ভেতরের জগত ও বাহিরের একটি জগতে রয়েছে। আমি যেখানে আসলাম, আসলে আমার দায়িত্বটা কি? আমরা কিন্তু একটি বিশাল গণঅভ্যুত্থানের মধ্যে থেকে এখানে এসেছি।
সমাজকল্যাণ উপদেষ্টা বলেন গণঅভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছে— সব ক্ষেত্রে সমান অংশগ্রহণ করে সুযোগের জন্য। তারা কিন্তু কোটা চায়নি; মেধারভিত্তিতে যোগ্য জায়গায় যাওয়ার জন্য তারা লড়াই করেছেন। তবে মৌলিক জায়গায় আমাদের অনেক ঘাটতি রয়েছে। সব মিলিয়ে আমার কাছে একটি অগোছালো জায়গা মনে হয়েছে। আমাদের এখানে আইনের মানুষের প্রয়োজন সবচেয়ে জরুরি।
শারমিন এস মুরশিদ বলেন, দেশের প্রান্তিক ও দুর্বল মানুষদের জন্য সমাজসেবা মন্ত্রণালয়ের ভেতরে বিশাল ভান্ডার রয়েছে। এই মন্ত্রণালয়ের মাধ্যমে প্রায় তিন কোটি মানুষকে উঠিয়ে আনা সম্ভব জানান তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ বলেন, এতিমখানা নিয়ে একটি বড় সমস্যা প্রতিনিয়ত মুখোমুখি হতে হচ্ছে। এতিমখানায় যতগুলো বাচ্চা দেখিয়ে সুযোগ-সুবিধা নেওয়া হচ্ছে। প্রকৃত অর্থ সেগুলোর মধ্যে বেশ ত্রুটি রয়েছে। ২২০ কর্মচারী পেনশন পাচ্ছেন না। সবার ন্যায্য সুবিধা নিশ্চিত করা খুবই জরুরি বলে মন্তব্য করেন।
জাতীয় সমাজসেবা দিবস ২০২৬-এর সভাপতি সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খান খানের সভাপতিত্বে মন্ত্রণালয়, অধিদপ্তর, ও সারাদেশ থেকে আসা বিভিন্ন পর্যায়ের সুবিধাভোগীরা অংশ নেন।
আরও পড়ুন ভেনেজুয়েলায় হামলার কথা জানাল যুক্তরাষ্ট্র
ঢাকাভয়েস/এই

No comments