প্রেমের গল্পে ম্রুণাল ঠাকুর
মুম্বাই। আলো-ছায়ার এই শহরের ভিড়ের মাঝেই জন্ম নেয় কিছু নীরব গল্প। যেগুলো চোখে না পড়লেও মনে থেকে যায় দীর্ঘদিন। ঠিক তেমনই এক প্রেমকথার ইশারা দেয় ম্রুণাল ঠাকুর অভিনীত নতুন সিনেমা ‘দো দিওয়ানে শহর মে’। গতকাল মুক্তি পায় সিনেমাটির টিজার; যার শুরুতে দেখা যায় মুম্বাই শহরের ব্যস্ততা, গাড়ির শব্দ, মানুষের ছুটে চলা, আর তার মাঝখানে দাঁড়িয়ে থাকা ম্রুণালকে।
চারপাশে এত কোলাহল থাকলেও চরিত্রটিকে খুবই একা বলে মনে হয়। সেই একাকিত্বই ধীরে ধীরে তাঁকে নিয়ে যায় আরেকটি জীবনের কাছাকাছি। সেই চরিত্রে অভিনয় করেছেন সিদ্ধান্ত চতুর্বেদী। তারা দুজনেই নিখুঁত নন। তাদের জীবনে রয়েছে দ্বিধা, অসম্পূর্ণতা আর না-পাওয়ার ক্ষত। এই অপূর্ণতাই একসময় তাদের একে অন্যের সঙ্গে জুড়ে দেয়।
নির্মাতা এই দুই অভিনয়শিল্পীর সম্পর্ককে বর্ণনা করেছেন, দুটি অপূর্ণ মানুষের নিখুঁত প্রেম হিসেবে। এই প্রেম হঠাৎ করে এসে সব বদলে দেয় না; বরং ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করে, ঠিক স্মৃতির মতো-নীরবে, কিন্তু গভীরভাবে। এই আবহ আরও গভীর করে তোলে ১৯৭৭ সালে মুক্তি পাওয়া ‘ঘরেন্দা’ সিনেমায় ভূপিন্দর সিং ও রুনা লায়লার গাওয়া জনপ্রিয় গান ‘দো দিওয়ানে শহর মে’। টিজারে এই গানের সঙ্গে ম্রুণালের চরিত্রের যাত্রা মিশে গিয়ে তৈরি করে এক ধরনের নস্টালজিয়া, যেখানে অতীত ও বর্তমানের সীমারেখা মুছে যেতে থাকে। ছবিটি পরিচালনা করেছেন রবি উদ্যাওয়ার, যিনি শ্রীদেবী অভিনীত শেষ ছবি ‘মম’ নির্মাণ করেছিলেন। মম-এ যেভাবে সংযত আবেগ ও পরিমিত দৃষ্টিভঙ্গির পরিচয় মিলেছিল, এখানেও তারই প্রতিধ্বনি পাওয়া যায়।
ম্রুণাল ঠাকুরের ক্যারিয়ারে এই ছবি যেন আরও এক ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ। ‘সীতা রামম’, ‘জার্সি’ কিংবা ‘লাস্ট স্টোরিজ’-এর পর আবারও তিনি ফিরছেন এমন এক চরিত্রে, যেখানে প্রেম মানে শুধু সম্পর্ক নয়–নিজের সঙ্গে নিজের বোঝাপড়াও। সঞ্জয় লীলা বানসালির প্রযোজনায় নির্মিত হলেও ছবিটিতে নেই অতিরিক্ত জাঁকজমক; বরং রয়েছে শহরের ভেতরে লুকিয়ে থাকা ছোট ছোট অনুভূতি, যেগুলো অনেক সময় শব্দের বাইরে থেকেই অনুভূত হয়। আগামী ২০ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘দো দিওয়ানে শহর মে’।
এদিকে দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ধানুশ এবং অভিনেত্রী ম্রুণাল ঠাকুরকে ঘিরে সাম্প্রতিক সময়ে বিয়ের গুঞ্জনে সরগরম সামাজিক মাধ্যম। নেটিজেনদের একাংশের দাবি, আসছে ভালোবাসা দিবসেই নাকি এই দুই তারকা বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হতে যাচ্ছেন। তবে এমন জল্পনার মধ্যে সামাজিক মাধ্যমে ম্রুণাল ঠাকুর একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট আলোচনায় নতুন মাত্রা যোগ করেছেন। একই সঙ্গে ধানুশের পক্ষ থেকেও এই গুঞ্জনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়ার খবর প্রকাশ্যে এসেছে।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ের গুঞ্জনের পর নীরবতা ভেঙে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন ম্রুণাল। ভিডিওতে দেখা যায়, একটি নৌকার ওপর দাঁড়িয়ে তিনি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন। পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লেখেন ‘স্থির, উজ্জ্বল ও অটল’। এই ক্যাপশন ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নানা ব্যাখ্যা। অনেকের ধারণা, চলমান গুঞ্জন ও আলোচনার মধ্যেও নিজের অবস্থানে অবিচল থাকার বার্তাই দিতে চেয়েছেন ম্রুণাল।
আরও পড়ুন খাওয়ার পর ১০ মিনিট হাঁটলে কী কী উপকার হয়?
ঢাকাভয়েস/এই

No comments