দেরিতে হলেও ভালো কাজ নিয়েই আসতে চাই: সিয়াম
নতুন সিনেমা মুক্তির আগে নিজের উৎসাহ আর অনুভূতি জানালেন সিয়াম। নায়ক বললেন, ‘আন্ধার-এর পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। আমরা চাইছি দর্শক যেন সত্যিকারের একটি ভালো সিনেমা পান। পুরো টিমই চেষ্টা করছে সেরা কাজটি উপহার দেওয়ার।’
দীর্ঘ প্রস্তুতি, এক স্বপ্নের প্রজেক্ট
‘আন্ধার’-এর গল্প নির্মাণে দীর্ঘ সময় ব্যয় হয়েছে বলেও জানান অভিনেতা। ‘২০১১ সাল থেকে স্ক্রিপ্টের কাজ শুরু। ধীরে ধীরে পুরোটা দাঁড়িয়েছে। সময় লেগেছে, কারণ এটি পুরো টিমের স্বপ্নের প্রজেক্ট ছিল’ বলেন তিনি। চরিত্র নিয়ে খুব বেশি কিছু প্রকাশ করতে চান না সিয়াম। রহস্য রেখেই শুধুই বলেন, ‘চরিত্রটি খুব ইন্টারেস্টিং। কিন্তু পুরোটা বলতে চাই না। তবে এটুকু বলতে পারি, ফিজিক্যাল দিক থেকে চ্যালেঞ্জিং ছিল। অনেক প্রস্তুতি নিতে হয়েছে।’
কাজের কষ্ট নিয়ে প্রশ্নে সিয়াম বলেন, ‘আমি কষ্ট বলতে চাই না। কারণ কাজটিকে এতটা ভালোবেসে ফেলেছিলাম যে প্রতিটি শট উপভোগ করেছি। অনেক চমক রয়েছে এই সিনেমায়। চ্যালেঞ্জ ছিল, কিন্তু ভালোবাসাই সব সহজ করে দিয়েছে।’
শুটিংয়ের অভিজ্ঞতা স্মরণ করতে গিয়ে সিয়াম বলেন, ‘শুটিংটা ছিল অসাধারণ। সত্যি বলতে কী, এটি ক্যারিয়ারের অন্যতম সেরা কাজ বলব। এত চমৎকার একটি স্ক্রিপ্ট দীর্ঘদিন পর পেয়েছি। গল্পের ভর, স্টাইল–সব মিলিয়ে ছবিটি একেবারেই আলাদা। পরিচালক থেকে সব শিল্পী, প্রত্যেকে নিজের জায়গায় পারফেক্ট ছিলেন।’
রাফী-সিয়াম জুটির ষষ্ঠ ছবি
এই ছবির পরিচালক রায়হান রাফীকে নিয়ে সিয়ামের আলাদা আবেগ আছে। ‘‘আমার প্রথম সিনেমার পরিচালক রাফী ভাই। ‘পোড়ামন টু’ দিয়ে আমাদের পথচলা শুরু। এখন পর্যন্ত তাঁর পরিচালনায় ছয়টি সিনেমায় কাজ করলাম। সময়ের সঙ্গে দুজনেরই ম্যাচিউরিটি বেড়েছে। দর্শকের ভালোবাসাই আমাদের একসঙ্গে রাখছে’’–বলেন তিনি। পরস্পরের প্রতি বিশ্বাসের জায়গাটাও তুলে ধরেন সিয়াম। ‘রাফী ভাই আমাকে খুব বিশ্বাস করেন। আমিও তাকে করি। ভালো কাজটাই করতে চাই সবসময়। কতটা করতে পেরেছি তা দর্শকই ভালো জানেন।’
দর্শকের অপেক্ষা–কেন দেরি?
অনেকেই জানতে চান, কেন সিয়ামের সিনেমা মুক্তিতে এত সময় লাগে? উত্তরে সিয়াম বলেন, ‘দর্শক সত্যিই অপেক্ষা করছেন, এটি আমি শুনেছি। সেই অপেক্ষা মানসম্পন্ন কাজের জন্য। দেরিতে হলেও ভালো কাজ নিয়েই আসতে চাই। সময় দিলে কাজের গভীরতা বাড়ে, আর সেই জায়গাতেই দর্শকের ভালোবাসা পাই। তাদের প্রতি আমি কৃতজ্ঞ।’
সিয়াম সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত কাজগুলোর কথাও স্মরণ করিয়ে দেন। তিনি বলেন–‘জংলি’ দর্শকের ভালোবাসা পেয়েছে। ‘তাণ্ডব’-এ অতিথি চরিত্রে অভিনয় করেও অসংখ্য প্রশংসা পেয়েছি।প্রসঙ্গত, ‘মৃধা বনাম মৃধা’ ও ‘বিশ্ব সুন্দরী’-তে অভিনয় করে সিয়াম আহমেদ দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। আর দর্শকের মনে পাকাপোক্তভাবে জায়গা করে নেন ‘পোড়ামন টু’ সিনেমার মাধ্যমে। এখন দেখার পালা-‘আন্ধার’ মুক্তির পর এই নায়ক এবার কী নতুন আলো ছড়ান।
আরও পড়ুন নির্বাচনের তফসিল কী, কেন ঘোষণা করা হয়?
ঢাকাভয়েস/এই


No comments